Viral: মুরগি একাই একশো ! ঠোঁটের খোঁচায় পালিয়ে বাঁচল একজোড়া কুকুর

Viral: মুরগি একাই একশো ! ঠোঁটের খোঁচায় পালিয়ে বাঁচল একজোড়া কুকুর

এমনই তেজ এই মুরগির, যে সেটির চাপে পালাতে বাধ্য হল কুকুরটি ৷

  • Share this:

কুকুর বনাম মুরগির লড়াই ! হ্যাঁ শুনলেই কেমন অদ্ভূত লাগছে না ? অদ্ভূত লাগাটাই স্বাভাবিক ৷ শুনলে মনে হবে কুকুরের সঙ্গে লড়াইয়ে কি আর মুরগি পারে ! হ্যাঁ পারে ৷ আর এমনই তেজ এই মুরগির, যে সেটির চাপে পালাতে বাধ্য হল কুকুরটি ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে কুকুরের সঙ্গে লড়াইয়ে নেমেছে একটি মুরগি ৷ কুকুরের চিৎকারে এক ফোঁটাও ভয় পাচ্ছে না মুরগিটি ৷ এমনকী, মারেও না ৷ উল্টে কুকরকে এমন নাকানিচোবানি খাওয়ালো মুরগিটি, যে শেষপর্যন্ত পালিয়ে বাঁচল সেটি ৷ শুধু একটি কুকুরই নয় ৷ মুরগির ভয় কাঁপল অন্য কুকুরগুলিও ৷  দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷

First published: January 6, 2020, 3:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर