ViralVideo:'হা করে' কুকুরকে গিলে খেল কুমির! দেখুন শিকারের ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও

অজানা বিপদের পূর্বাভাস পায়নি সারমেয়টি (dog)। অন্যদিকে, নদীতে কুমির (crocodile) খুব শান্তভাবে শিকারে ফাঁদ পাতে। তারপর...

 • Share this:

  #কোটা: রাজস্থানের চম্বল নদীর একটি অবাক করা ভিডিও প্রকাশ পেয়েছে। এতে নদীর তীরে ঘাপটি মেরে বসে থাকা কুমির (crocodile) একটি কুকুর (dog) শিকার করছে৷ ভিডিওতে (viral video) কুমিরের দ্রুততা দেখে অনুমান করা যায় যে নদীর তীরে ঘুরে বেড়ানো মোটেই নিরাপদ নয়। এই ভিডিওটি মঙ্গলবার বেলা সাড়ে তিনটে নাগাদ কোটার কাছে রাওয়াতভাটার কাছে ঘটেছে।

  ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুর খাবার ও জলের সন্ধানে রাওয়াতভাটার রানা প্রতাপ সাগর বাঁধের কাছে চাম্বল নদীর কাছে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ভিডিওটি শ্যুট করেছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নদীর পাড়ে রয়েছে একটি কুমির৷ কুকুরকে দেখেই সে নিজের শিকার ঠিক করে নিয়েছে৷ দূর থেকে কুকুরটিকে দেখেই তার উপর নজর গিয়েছে কুমিরের৷ তবে এই অজানা বিপদের পূর্বাভাস পায়নি সারমেয়টি। অন্যদিকে, নদীতে কুমির খুব শান্তভাবে শিকারে ফাঁদ পাতে। কুকুরটি কাছাকাছি আসার সাথে সাথে কুমিরটি হঠাৎ একটি তীব্র ঝাঁকুনিতে আঘাত করে তাকে তার চোয়ালে আটকে ফেলে। কুমিরটি শিকার ধরার সাথে সাথে কুকুরকে জলের তলায় নিয়ে যায়।

  স্থানীয় লোকজনের মতে, বাঁধের আশেপাশে এ জাতীয় ঘটনাগুলি যথেষ্ট বেড়েছে। এবং দিন দিন বেড়েই চলেছে৷ অতীতে কুকুর, গরু, মহিষ এবং ছাগলকে কুমিরের শিকার করার বহু ঘটনা ঘটেছিল। তবে, ভিডিওটিতে এই প্রথম পুরো ঘটনাটি ধরা পড়েছে। পশু প্রেমীক এবং সুরক্ষক পৃথ্বী সিংয়ের মতে, নির্বিচারে মাছ ধরার কারণে নদীতে খাদ্যের অভাবের ঘটনা ঘটছে৷ তার জেরে এই ধরণের ঘটনাগুলি বাড়ছে। ভারসাম্য বজায় রাখার জন্য, মাছের চোরা শিকার বন্ধ করার কথা বলেছেন তিনি৷

  Published by:Pooja Basu
  First published: