#কলকাতা: করোনা আবহেই এবার বাঙালির সব উৎসব ৷ তা পয়লা বৈশাখ পালন হোক কিংবা বাঙালির মহা উৎসব দুর্গাপুজো ৷ আতঙ্ক নিয়ে দুর্গাপুজোর ৪ দিন কেটে গিয়ে এখনও বিজয়ার আমেজ ৷ সামনেই কোজাগরী লক্ষ্মীপুজো ৷ রাজ্যের ঘরে ঘরে লক্ষ্মীর আরধনায় মেতে উঠবে বাঙালি ৷ তারপরই কালীপুজো ও দীপাবলি ৷ আলোর উৎসবে নতুন করে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা ও করোনার অন্ধকার কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের আহ্বান ৷ তবে যতই করোনা আবহ হোক না কেন, নিয়মনীতির ব্যাপারে কোনও ফাঁক রাখতে চাইছেন না কেউ-ই ৷ ঘরে বসেই যতটা সম্ভব পুজোর আচার-অনুষ্ঠানে ব্যস্ত সবাই ৷ ঠিক যেমন ভূতচতুর্দশীতে ১৪ বাতি ও ১৪ শাক খাওয়ার রীতি ৷ কিন্তু জানেন এই রীতির নেপথ্যে রয়েছে কি কারণ?আসলে মঙ্গল কামনায় কালিপুজোর আগের দিন ১৪ প্রদীপ জ্বালানো হয় ভূতচতু্র্দশীর সন্ধেতে। সঙ্গে নিয়ম রয়েছে, ১৪ রকম শাক খাওয়ার ৷ শাস্ত্রমতে, অশুভ শক্তিকে বিনাশ করতে এবং অতৃপ্ত আত্মাদের তুষ্ট করতে এই দিনে ১৪ শাক খাওয়া হয় এবং সন্ধেতে ১৪ টি প্রদীপ জ্বালানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2020, Diwali-feature-2020