কলকাতা: ভারতের সবচেয়ে বড় উৎসবের তালিকায় সবার উপরের দিকেই থাকবে দীপাবলি ৷ এই একটা দিনের জন্য সারাবছর ধরেই অপেক্ষা করে থাকেন মানুষ ৷ পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দিন দীপাবলি (Diwali 2021) ৷
নিজের পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার সময় এই দীপাবলি। প্রদীপের আলো, তারাবাজিতে এ সময় চারদিক ভরে ওঠে। ইতিবাচক ও শুভ শক্তির প্রতীক দীপাবলি। সুখ, সমৃদ্ধি লাভের কামনায় এ দিন লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা হয়। দীপাবলির জন্য ঘর-বাড়ি সুন্দর করে সাজানোরও প্রয়োজন রয়েছে ৷ ঘরবাড়ির পাশাপাশি অফিস বা দোকানপাটও দীপাবলির আগের পরিষ্কার করা হয় ৷ সুন্দর করে সাজিয়ে তোলা হয় সব জায়গা ৷ তবে এ সবের মধ্যেই বেশ কিছু জিনিস রয়েছে, যেগুলি ঘর পরিষ্কার করার সময় কুড়িয়ে পেলে তা অত্যন্ত শুভ বলে ধরা হয় ৷ কী সেই জিনিসগুলি, জেনে নিন ৷
আরও পড়ুন- সাবেকি মায়ের ভোগের প্রধান পদ; কালীপুজোয় এবার বাড়িতেই বানান পাঁঠার মাংসের খিচুড়ি!
ময়ূরের পালক
অনেকের বাড়িতেই ঘরের মধ্যে ময়ূরের পালক রাখা হয় ৷ যদি ঘরের পুজো করার স্থান পরিষ্কার করার সময় ময়ূরের পালক কুড়িয়ে পান ৷ তাহলে তা অত্যন্ত শুভ ৷ বলা হয় এর সঙ্গে ভগবান বিষ্ণুর যোগ রয়েছে ৷ এর মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ৷
লাল বস্ত্র
ঘর পরিষ্কার করার সময় কোথাও কোনও লাল কাপড় পাওয়া গেলেও তা অত্যন্ত শুভ বলে ধরা হয় ৷ অনেকেরই ধারনা রয়েছে, এ ভাবে লাল কাপড় হঠাৎ করে কুড়িয়ে পেলে সেই ব্যক্তির ভবিষ্যতও উজ্জ্বল ৷
চাল
রান্নাঘরের সাফাই করার সময় আপনি যদি চালের এমন কোনও প্যাকেট বা কৌটো পান, যা আপনি আগে কোথায় রেখেছিলেন মনেই করে উঠতে পারছেন না ৷ তাহলে তাকে শুভ হিসেবেই ধরা হয় ৷ এই ভাবে হঠাৎ করে চাল পাওয়াকে ‘লাকি’ হিসেবেই ধরা হয় ৷
পয়সা
দীপাবলিতে অনেকেই রয়েছেন, যারা নিজের পার্স বা ওয়ালেট বদল করেন ৷ যদি ঘর পরিষ্কার করার সময়ে পয়সা পান কোথাও তাহলে তা অবশ্যই শুভ সঙ্কেত ৷ অনেকদিন পর কোনও জামার পকেট বা অন্য কোথাও টাকা পাওয়াটাও এই সময় দারুণ শুভ বলে ধরা হয় ৷ এর অর্থ হল, আপনার উন্নতির যোগ রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2021