#কলকাতা: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের এক সমীক্ষায় জানিয়েছে যে, সারা পৃথিবীতে ১ কোটি মানুষ কেবল অনিয়মিত খাদ্যাভ্যাস, ওবেসিটি, মানসিক অবসাদ এবং যথার্থ ডায়েট ফলো না করার জন্য ডায়াবেটিসে আক্রান্ত। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ডায়াবেটিস তথা দেহে রক্তশর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। কিন্তু দিনের পর দিন ওষুধ না খেয়ে শুধু লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় ব্লাড সুগার, স্বাস্থ্যবিদরা সকলেই একমত এ ব্যাপারে।ডায়াবেটিসের রোগীদের অনেক খাবারেই অনেক নিষেধ থাকে। সে ক্ষেত্রে উপাদেয় খাবার খাওয়া খুব সমস্যার হয়ে যায়। সে রকম রোগীদের জন্য থাকল পালং ধোকলার রেসিপি। খুব চটজলদি তৈরি হয়ে যাবে এই পদ। আর এটি খুবই স্বাস্থ্যকর খাবার এটি। ফাইবার সমৃদ্ধ খাবার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lifestyle