Home /News /life-style /
Viral| বলি নায়িকাদের হবহু নকল করে নেচে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিচ্ছে দুধের শিশু! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Viral| বলি নায়িকাদের হবহু নকল করে নেচে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিচ্ছে দুধের শিশু! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

বয়স ১০৷ তাতেই এত জনপ্রিয় হয়েছে সামাইরা৷

 • Share this:

  #কলকাতা: কী তার অঙ্গভঙ্গ৷ নাচের সঙ্গে শুধু তাল মিলিয়ে শরীরের মোচড় নয়, মুখের অভিব্যক্তি দেখলে অবাক হচ্ছেন নেটিজেনরা৷ এমনই এই মেয়েক কমাল! তার নাম সামাইরা থাপা৷ নেপালের এই খুদে এখন রীতিমতো সোশ্যাল সেনসেশন৷ নিজের একটা ফেসবুক প্রোফাইল রয়েছে তার যেখানে একের পর এক নাচের ভিডিও পোস্ট হয়৷ কখনও হিন্দি বা কখনও নেপালি গানের সঙ্গে তার নাচ চোখে পড়ার মত৷ গানের সঙ্গে সঠিক লিপ দেবে সে এবং সঙ্গে চলবে দারুণ এক্সপ্রেশন! ব্যাস ছোট্ট শরীর হেলে দুলে ডান্স স্টেপ তো আছেই৷ মিষ্টি মুখে এমনভাবে হাসবে যে আপনি মুখ ফেরাতে পারবেন না৷

  বয়স ২৷ তাতেই এত জনপ্রিয় হয়েছে সামাইরা৷ তবে এই ছোট বয়সে যে কে তাকে এমন নাচ প্র্যাকটিস করাল এবং সেই বা এই বয়সে কীভাবে নৃত্য পটিয়সী হয়ে উঠল, তা বলা মুশকিল৷ কিন্তু নাচে কোনও গলদ নেই৷ সুন্দরভাবে গানের কথা মুখস্থ করে হাত পা ঘুরিয়ে ঘুরিয়ে নেচে সকলের মন জয় করছে পুচকে মেয়েটি৷ তার নাচ দেখে মুগ্ধ স্বয়ং অভিনেত্রা অমৃতা রাও৷ অমৃতার ছবি ইশক ভিশক-এর গান চোট দিল পে লগির সঙ্গে দারুণ নাচে সামাইরা৷ সোশ্যাল মিডিয়ায় খুদের সেই নাচ দেখেন অভিনেত্রী৷ এতটাই মুগ্ধ হয়েছেন তিনি এই নাচ দেখে যে নিজেই সেকথা প্রকাশ্যে জানিয়েছেন৷ তাহলে বুঝুন এই পুচকের নাচের কমাল!
  Published by:Pooja Basu
  First published:

  Tags: Viral

  পরবর্তী খবর