#নয়াদিল্লি: করোনা সংক্রমণ শুধু শ্বাসযন্ত্র আর হৃদযন্ত্রই বিকল করছে না, প্রভাব ফেলছে আরও অনেক অঙ্গ-প্রত্যঙ্গের উপরে, সে কথা বার বার করে উঠে আসছে বিশ্ব জুড়ে চলতে থাকা নানা সমীক্ষা এবং চিকিৎসকদের বক্তব্যে। পরীক্ষায় দেখা গিয়েছে মারণ ভাইরাসের প্রভাবে স্নায়ুঘটিত সমস্যা দেখা দিচ্ছে, ব্যাহত হচ্ছে মস্তিষ্কের কর্মক্ষমতাও। ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেল্থ নামের জার্নালে প্রকাশিত নতুন সমীক্ষা বলছে এই ভাইরাস কানে তালা ধরার সমস্যা, কানের ভিতরে যে শোঁ-শোঁ আওয়াজ হয় তাকেও প্রভাবিত করতে পারে। করোনাকালে এই সমস্যাগুলি আরও বেশি সমস্যায় ফেলছে মানুষজনকে।
এই অসুখের পোশাকি নাম টিনাইটিস। জানা গিয়েছে যে সারা বিশ্ব জুড়ে ৩ হাজার ১০৩ জন রোগীর উপরে এই সমীক্ষাটি পরিচালনা করা হয়েছিল যার সিংহভাগই ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড নেশনস-এর। তার পর ইউনাইটেড কিংডমের অ্যাঙ্গলিয়া রাস্কিন ইউনিভার্সিটির তরফে এই সিদ্ধান্তে এসেছেন সমীক্ষকরা যে অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রেই করোনাকালে টিনাইটিসের প্রকোপ দুঃসহ হয়ে দেখা দিয়েছে। মহিলা এবং যে সব রোগীদের বয়স ৫০ বছরের নিচে, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা প্রভাব বিস্তার করেছে বেশি! এর কারণ হিসেবে সমীক্ষকরা দায়ী করেছেন করোনাকালের স্বাস্থ্যবিধিকে। অর্থাৎ এই সময়টায় যে শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হচ্ছে, তা বিশেষ করে জটিল পরিস্থিতি তৈরি করেছে টিনাইটিস রোগীদের ক্ষেত্রে। এর মধ্যে প্রথমটা হল শোনার অসুবিধে। শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে গিয়ে স্বাভাবিক ভাবেই তাঁরা অন্যের কথা শুনতে পাচ্ছেন না। পাশাপাশি লকডাউন পর্বে ডাক্তার দেখাতে পারেননি বলে তা তাঁদের পক্ষে অনেক বেশি করে অসুবিধাজনক হয়ে উঠেছে। বলা হয় যে অন্য অনেক কারণের পাশাপাশি মানসিক অবসাদও টিনাইটিস বাড়িয়ে তোলে। ফলে, এই যে সমস্যা তৈরি হয়েছে, তার জেরে মানসিক অবসাদের মুখে নতুন করে পড়ছেন টিনাইটিসের রোগীরা।