হোম /খবর /লাইফস্টাইল /
করোনা রুখতে মাস্ক পরলেই হল না; কী ভাবে পরবেন, কী ভাবে খুলবেন দেখে নিন এখনই

COVID-19: করোনা রুখতে মাস্ক পরলেই হল না; কী ভাবে পরবেন, কী ভাবে খুলবেন দেখে নিন এখনই

করোনা রুখতে মাস্ক পরলেই হল না; কী ভাবে পরবেন, কী ভাবে খুলবেন দেখে নিন এখনই!

করোনা রুখতে মাস্ক পরলেই হল না; কী ভাবে পরবেন, কী ভাবে খুলবেন দেখে নিন এখনই!

স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের দেওয়া গাইডলাইন মেনে এই নিয়মগুলো তুলে ধরা

  • Share this:

#নয়াদিল্লি: কোভিড ১৯ যে একটি সংক্রামক বা ছোঁয়াচে রোগ সেটা ইতিমধ্যেই কারও অজানা নয়। সংক্রমিত ব্যক্তির হাঁচি বা কাশি থেকে অন্য ব্যক্তি সংক্রমিত হতে পারেন। এতদিন বলা হচ্ছিল নাক বা মুখ দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করে। যদিও বর্তমান গবেষণা বলছে যে এই ভাইরাস বায়ুবাহিতও হতে পারে। বদ্ধ ঘরে, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি বা মলেও বায়ু চলাচল না হলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই সব ক্ষেত্রেই মাস্ক পরা বাধ্যতামূলক। তবে অনেক সময় দেখা যায় অনেকেই মাস্ক পরলেও সেটা থুতনির কাছে নেমে এসেছে বা সেটা বাড়ির যত্রতত্র পড়ে আছে। তাই মাস্ক পরলে সেটা নিয়ম মেনে পরতে হবে। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের দেওয়া গাইডলাইন মেনে এই নিয়মগুলো তুলে ধরা হল আপনাদের জন্য।

কোনটা করা উচিত আর কোনটা নয়:

যখন আপনি মাস্ক পরছেন-

১) কানের পিছনে যে ইলাস্টিক ব্যান্ড লাগাচ্ছেন সেটা যেন ঠিক থাকে।

২) মাথার মাঝখানে এবং মাথার নিচে মাস্ক বাঁধতে হবে।

যখন ফেস মাস্ক পরবেন এগুলো করবেন না-

১) নাক বা মুখের নিচে মাস্ক পরবেন না।

২) মাস্কের দড়ি যেন না ঝোলে এবং সেটাকে ক্রস করে বাঁধবেন না।

৩) মাস্ক ঠিক করার জন্য বা অন্য কোনও কারণে হাত না ধুয়ে মাস্কে হাত দেবেন না।

৪) মাথার উপর ফেস মাস্ক পরবেন না।

৫) গলার পাশে মাস্ক যেন না ঝোলে।

৬) হাতের মধ্যে ফেস মাস্ক ঝোলাবেন না।

যখন মাস্ক খুলবেন-

১) মাস্কের দড়ি ধরে খুলবেন, অন্য কোথাও হাত দেবেন না।

২) মাস্ক খোলার পর ৭০% অ্যালকোহল আছে এমন স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে হাত ধোবেন।

এগজ্যালেশন ভাল্ভ কি ব্যবহার করবেন?

১) এগজ্যালেশন ভাল্ভ দেওয়া মাস্ক না পরাই ভালো। এই মাস্ক হয় তো বাতাসের প্যাথোজেন থেকে আপনাকে সুরক্ষিত রাখবে কিন্তু আপনার নিঃশ্বাস থেকে আশেপাশের মানুষকে সংক্রমিত করে দেবে।

২) ভাল্ভ দেওয়া মাস্ক পরলে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তার অনেকটা অংশ অশুদ্ধ থাকে। এই মাস্ক সাধারণত দূষণ থেকে রক্ষা করার জন্য পরা হয়।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Corona, Coronavirus, COVID-19, Face mask