Home /News /life-style /
এই ব্যায়াম করলেই নাকি দূর হবে করোনা ভাইরাস ! ভিডিও ভাইরাল ফেসবুকে

এই ব্যায়াম করলেই নাকি দূর হবে করোনা ভাইরাস ! ভিডিও ভাইরাল ফেসবুকে

ফেসবুকে যা রটে তা যে সব সময় বটে তা কিন্তু নয় ৷ কিন্তু এখন যা ট্রেন্ড, তাতে ফেসবুকই সত্য আর ফেসবুকই সব ৷

 • Share this:

  #চেন্নাই: ফেসবুকে যা রটে তা যে সব সময় বটে তা কিন্তু নয় ৷ কিন্তু এখন যা ট্রেন্ড, তাতে ফেসবুকই সত্য আর ফেসবুকই সব ৷ তবে সত্যিই এই ভাইরাল ভিডিও সত্য কিনা, তা অবশ্য তর্কের হাতে ছেড়ে দেওয়াই ভালো ৷ যাই হোক ভাবছেন লেখার আগে এত বিধিবদ্ধ সতর্কীকরণ কেন ? কারণ একটাই করোনা ভাইরাস ৷ ভারতে রোজই করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে ৷ দেশের নানা কোণাতেই ধরা পড়ছে করোনা রোগী ৷ চিকিৎসকদের কপালে ভাঁজ ৷

  তবে চিকিৎসকদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের মনেও ভয় বাসা করেছে করোনা ভাইরাস ৷ আর ভয়ের চোটে যেমন নানা গুজব রটছে, তেমনি নানারকম চিকিৎসার কথা রোজই ছড়িয়ে পড়ছে সোশ্যাল নেটওয়ার্কে ৷ এমনই এক ভিডিও এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে তাক লেগে যাবে ৷ ভিডিওটি চেন্নাইয়ের ৷ যেখানে দেখা যাচ্ছে জিভ বার করে হাত পা উঠিয়ে ব্যায়াম করছেন একদল মহিলা৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওতে লেখা রয়েছে, এই ব্যায়াম করলে করনো ভাইরাস নাকি আশপাশে ঘেঁষতে পারবে না ! তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি ৷

  দেখুন ভাইরাল হওয়া ভিডিও---

  Published by:Akash Misra
  First published:

  Tags: Corona Virus, Medicine, Video

  পরবর্তী খবর