Home /News /life-style /
Corona Virus নিয়ে এবার বাচ্চাদের সহজ পাঠ! ছোটদের ভিডিও মারাত্মক হিট!

Corona Virus নিয়ে এবার বাচ্চাদের সহজ পাঠ! ছোটদের ভিডিও মারাত্মক হিট!

 • Share this:

  #কলকাতা: বড়রা তো সতর্ক ছিলেন এবার ছোটরা এগিয়ে এসেছে সচেতনতার বার্তা দিতে৷ ছোটরা তাদের মতো করে বুঝিয়ে দিচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচতে কী কী করতে হবে৷ কেউ ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, কারও আবার অভিভাবকরাই সরাসরি ফেসবুকের পাতায় তুলে ধরেছেন সন্তানদের নিষ্পাপ জ্ঞান৷

  করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে শিশুদের এই ধরণের ভিডিও মুখে হাসি ফুটিয়েছে সকলের৷ অনেকেই এতদিনে জেনে গিয়েছেন যে করোনা ভাইরাসের থাবা থেকে বাঁচতে কী করতে হবে৷ ছোটরাও সেই একই বার্তা দিচ্ছে৷ তবে বাচ্চারা খুবই সহজে বুঝিয়ে দিচ্ছে এই নিয়মগুলো৷ আর ছোটদের মুখ থেকে সেই একই কথা শুনতে খুবই মিষ্টি লাগছে৷ কেই এই ভিডিও শ্যুট করছে ইংরেজিতে কেউ বা বাংলায়৷ এভাবেই যেন তারা নিজেরাই  কোথাও বাড়তি দায়িত্ব নিচ্ছে সকলকে সাবধান করতে!

  সবকটি ভিডিও এখন রীতিমত হিট৷ প্রচুর ভিউ পাচ্ছে খুদেদের এই ভিডিওগুলি৷

  করোনা ভাইরাস নিয়ে অযথা ভয় বা প্যানিক করবেন না, সতর্ক থাকতে বলছে প্রশাসন৷ এবার সেই বার্তা দিচ্ছে ছোটরাও৷ তাহলেই বুঝুন৷ এবং সতর্ক থাকুন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Corona Virus, করোনা ভাইরাস

  পরবর্তী খবর