#ভোপাল: বলিউডের অজয় দেবগণের সিংঘম দেখে খুবই অনুপ্রাণিত৷ তাই বাস্তবে উর্দি পরে হয়ে উঠতে চাইলেন রোহিত শেট্টির ফিল্মের হিরো! যার খেসারত দিতে হল ৫হাজার টাকা৷ পুলিশ হয়ে ট্রাফিক নিয়ম ভাঙায় এভাবেই মোটা টাকা জরিমানা হল মধ্যপ্রদেশের মনোজ যাদবের৷
সিংঘম ছবিতে এমন দৃশ্য থাকলেও, এমনভাবে দুটি গাড়ির ওপর অভিনেতা দাঁড়িয়ে ছিলেন ফুল অউর কাঁটে ছবিতে৷ বেশ পুরনো এই ছবি, কিন্তু যথেষ্ট জনপ্রিয়৷ ঠিক সেইভাবে দুটি চলন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে দারুণ কেতা দুরস্ত ছিলেন মনোজ৷ কিন্তু ভিডিও ভাইরাল হতেই কাল হল৷
তাকে দেখে চিনতে পেরে যান অন্য পুলিশ কর্মীরা৷ তারপরই হয় ৫ হাজার টাকার জরিমানা৷ বিষয়টিকে কড়াভাবে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে৷
Actor नही, Sub Inspector है ... !!! #MadhyaPradesh के दमोह जिले के एक सब इंस्पेक्टर का वीडियो !
— Supriya Bhardwaj (@Supriya23bh) May 11, 2020
एसपी ने दिए जांच के आदेश... pic.twitter.com/P2mMQy3Bnx
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।