হোম /খবর /লাইফস্টাইল /
পুলিশ যখন 'ফিল্ম হিরো'! ভিডিও ভাইরাল হতেই কাল হল, এখন যা অবস্থা...

পুলিশ যখন 'ফিল্ম হিরো'! ভিডিও ভাইরাল হতেই কাল হল, এখন যা অবস্থা...

এই কায়দায় ভাঙলেন ট্রাফিক নিয়ম, জরিমানা ৫হাজার টাকা...

  • Last Updated :
  • Share this:

#ভোপাল: বলিউডের অজয় দেবগণের সিংঘম দেখে খুবই অনুপ্রাণিত৷ তাই বাস্তবে উর্দি পরে হয়ে উঠতে চাইলেন রোহিত শেট্টির ফিল্মের হিরো! যার খেসারত দিতে হল ৫হাজার টাকা৷ পুলিশ হয়ে ট্রাফিক নিয়ম ভাঙায় এভাবেই মোটা টাকা জরিমানা হল মধ্যপ্রদেশের মনোজ যাদবের৷

সিংঘম ছবিতে এমন দৃশ্য থাকলেও, এমনভাবে দুটি গাড়ির ওপর অভিনেতা দাঁড়িয়ে ছিলেন ফুল অউর কাঁটে ছবিতে৷ বেশ পুরনো এই ছবি, কিন্তু যথেষ্ট জনপ্রিয়৷ ঠিক সেইভাবে দুটি চলন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে দারুণ কেতা দুরস্ত ছিলেন মনোজ৷ কিন্তু ভিডিও ভাইরাল হতেই কাল হল৷

তাকে দেখে চিনতে পেরে যান অন্য পুলিশ কর্মীরা৷ তারপরই হয় ৫ হাজার টাকার জরিমানা৷ বিষয়টিকে কড়াভাবে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে৷

Published by:Pooja Basu
First published: