বাড়ির দরজায় এটা করলেই ফিরবে আর্থিক ভাগ্য

Representational Image

Representational Image

জানেন কি বাড়ির সদর দরজায় কয়েকটি ছোটখাটো পরিবর্তন করলেই বদলে যেতে পারে আপনার আর্থিক ভাগ্যে । কী কী করবেন জেনে নিন-

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: পরিবারে চলছে আর্থিক সমস্যা ? টাকাপয়সার টানাপোড়েনে সংসারে শান্তি নেই ৷ অনেকে বলছে সময় খারাপ যাচ্ছে ৷ সমস্যা দূর করতে বিভিন্ন রকম উপায় প্রয়োগ করেও ফল পাননি কোন ৷ তবে আর চিন্তার কোনও দরকার নেই ৷ কারণ আপনার জন্য এমন একটা উপায় নিয়ে এসেছি যাতে খুব শীঘ্রই ও সহজে খুলে যাবে আপনার ভাগ্যের চাবি ও একই সঙ্গে সমস্ত সমস্যা ও চিন্তা দূর হয়ে যাবে ৷

    জানেন কি বাড়ির সদর দরজায় কয়েকটি ছোটখাটো পরিবর্তন করলেই বদলে যেতে পারে আপনার আর্থিক ভাগ্যে । কী কী করবেন জেনে নিন-

    ১. সন্ধেবেলা প্রতিদিন দরজার দু’পাশে প্রদীপ বা মোমবাতি জ্বালান

    ২. কেবল পুজো উপলক্ষ্যে নয়, সারা বছর বাড়ির সদর দরজার সামনে এঁকে রাখুন সাদা আলপনা ৷

    ৩. দরজার দু’দিকে দুধ ও গঙ্গাজল ছিঁটিয়ে দিন ৷

    ৪. বাড়ির দরজার আশপাশে সব সময়ে পরিষ্কার রাখুন।

    First published:

    Tags: Changes in main door, FInancial Luck