#কলকাতা: বাড়ির চৌকাঠ ডিঙিয়ে মেয়েটা যখন পরের বাড়ি চলে যাবে, লোকে বলবে এতদিনে নিজের ঘরে যাচ্ছে মেয়ে, বলবে শ্বশুড়ের ভিটেই মেয়েদের নিজের জায়গা, ঠাকুরমশাই গোত্রান্তর করে দেবেন মন্ত্র পড়ে....কিন্তু বাবা-মায়ের বুকের ভিতর এক পৃথিবী শূন্যতায় যে হাহাকার ওঠে তা শুনতে পায় ক’জন?
সেই ছোট্ট দু’টো হাত-পা, সেই চুলের বেণী, সেই চুড়িদারের ওড়না, শাড়ির আঁচল সবটুকু নিয়ে পরম আদরের ধন যখন চিরকালের মতো অন্য সংসারের উদ্দেশ্যে যাত্রা করে তখন নিভৃতে চোখের জল মোছা ছাড়া অসহায় বাবা-মায়ের আর কিছুই করার থাকে না । সংসারের নিয়ম মানতে সব মেয়েকেই শ্বশুরবাড়ি পাঠান মা-বাবা । কিন্তু শেষ মুহূর্তে মনটা ডুকরে ওঠে । নতুন জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বুকের মধ্যে আশা-নিরাশা, ভয়-স্বপ্নের ক্রমাগত আন্দোলন নিয়ে মেয়ের চোখের কোনেও জল চিকচিকিয়ে ওঠে । না জানি কেমন হবে আগামীর দিনগুলো ।
বিয়ের আগের দিন তাই মেয়েকে এমন যত্ন করে আহ্লাদ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদের । মুহূর্তেই ভাইরাল হল সেটি । ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েকে পরম আদরে বসিয়ে তাঁর পা প্রথমে জল, পরে দুধ দিয়ে নিজের হাতে ধুইয়ে দিলেন বাবা-মা । তোয়ালে দিয়ে সেই পা মুছিয়ে ঢকঢক করে খেয়ে নিলেন মেয়ের পা ধোয়ানো সেই দুধটুকু । কাঁদতে কাঁদতে বাধা দিতে গেল মেয়ে । কিন্তু মেয়ের সেই আপত্তি শুনলেন না বাবা-মা । এরপর একটি বড় পাত্রে আলতার মধ্যে মেয়ের পা দু’খানি রেখে সাদা কাগজে তার ছাপ তুলে নিলেন । যেন আজীবন বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারেন সেই স্পর্শটুকু ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Marriage, Viral Video