• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • সানি লিওনের গানে নাচতে নাচতে বিয়ে করতে এল কনে ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সানি লিওনের গানে নাচতে নাচতে বিয়ে করতে এল কনে ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

photo source twitter

photo source twitter

ভিডিওটি ট্যুইটারে শেয়ার হতেই ভাইরাল হয়। কনের এনার্জি দেখে সকলেই করেছেন প্রশংসা।

 • Share this:

  #মুম্বই: শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। আর বিয়ে মানেই জমজমাট আসর। আজ কাল সোশ্যাল মিডিয়ার দৌলতে নানারকম বিয়ের ভিডিও ভাইরাল হয়। কখনও দেখা যায় মেক-আপ মুছে যাচ্ছে কনের। আবার কখনও বরকে সিলিংয়ে ঝুলিয়ে মালাবদল করা হচ্ছে। মজার ভিডিও ছাড়া আবেগঘন কিছু ভালোবাসার ভিডিয়োও দেখা যায় অবশ্য। তবে বিয়েতে নাচের ভিডিও সব সময় ভাইরাল হয়। আর সেই নাচ যদি করে কনে, তাহলে তো আর কথাই নেই।

  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। মহারাষ্ট্রে বিয়ে হচ্ছে । বিয়ে বাড়ি সেজে উঠেছে। বিয়ের সাজে সেজেছে কনে। এরপর সে বিয়ে করতে আসছে। গেটের মুখ থেকেই নাচতে শুরু করে কনে। সানি লিওনের সুপারহিট গান, 'মেরে সাইয়া সুপারস্টার'-এ নাচতে থাকে কনে। বিয়ে বাড়িতে সকলেই অংশ নেই তার সঙ্গে।

  এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার হতেই ভাইরাল হয়। কনের এনার্জি দেখে সকলেই করেছেন প্রশংসা। ভিডিওটি প্রথম শেয়ার করেন প্রভিন গভিত নামের এক ব্যক্তি। এই কনের নাচ দেখে সকলেই মুগ্ধ।

  Published by:Piya Banerjee
  First published: