• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • বিয়ের সাজে বরকে দেখার সময় কোথায়,নতুন বউ মুখ গুঁজেছেন ল্যাপটপে! ভাইরাল ভিডিও দেখুন

বিয়ের সাজে বরকে দেখার সময় কোথায়,নতুন বউ মুখ গুঁজেছেন ল্যাপটপে! ভাইরাল ভিডিও দেখুন

বরের পাশে বসেও মহা ব্যস্ত নতুন বউ৷ সঙ্গী ল্যাপটপ, মোবাইল৷ তাই তো বরের সাজে অর্থাৎ শেরওয়ানিতে হবু স্বামীকে চোখ মেলে দেখার সময়ই পাচ্ছেন না লেহঙ্গা চোলি সাজে বউ৷

বরের পাশে বসেও মহা ব্যস্ত নতুন বউ৷ সঙ্গী ল্যাপটপ, মোবাইল৷ তাই তো বরের সাজে অর্থাৎ শেরওয়ানিতে হবু স্বামীকে চোখ মেলে দেখার সময়ই পাচ্ছেন না লেহঙ্গা চোলি সাজে বউ৷

বরের পাশে বসেও মহা ব্যস্ত নতুন বউ৷ সঙ্গী ল্যাপটপ, মোবাইল৷ তাই তো বরের সাজে অর্থাৎ শেরওয়ানিতে হবু স্বামীকে চোখ মেলে দেখার সময়ই পাচ্ছেন না লেহঙ্গা চোলি সাজে বউ৷

 • Share this:

  #নয়াদিল্লি: কাজের চাপে জর্জরিত৷ বিয়ের দিনেও নেই নিস্তার৷ তাই তো বরের পাশে বসেও মহা ব্যস্ত নতুন বউ৷ সঙ্গী ল্যাপটপ, মোবাইল৷ তাই তো বরের সাজে অর্থাৎ শেরওয়ানিতে হবু স্বামীকে চোখ মেলে দেখার সময়ই পাচ্ছেন না লেহঙ্গা চোলি সাজে বউ৷ তিনি ব্যস্ত অফিসের কাজে! বর বেচারা নিরাশ মুখে বসে রয়েছেন বিয়ের মন্ডপে৷ এমন ভিডিও ভাইরাল হবে না!

  লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজে অভ্যস্ত হয়েছেন অনেকে৷ তাই তো সারাক্ষণ ল্যপটপ মুখো থাকতে বাধ্য অনেক কর্মরত মানুষজন৷ সেই পরিস্থিতিতে এমন ভিডিও খুব একটা অস্বাভাবিক নয়৷ তবে ভিডিওটি সম্ভবত করোনা পরিস্থিতির আগে৷ কারণ বর-কনে, কারও মুখেই নেই মাস্ক! কিন্তু কবেকার এবং কোথাকার এই ভিডিও তা জানা যায়নি৷

  শুধুমাত্র লকডাউন পরিস্থিতিতে অনেকটা মানানসই এই মহিলার হাল, তা বোঝাতেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ দেখুন এবং ভাইরাল ভিডিওর মজা নিন৷

  Published by:Pooja Basu
  First published: