#নয়াদিল্লি: এই না হলে বীর! সীমান্তে শত্রুদের রক্তচক্ষু থেকে দেশেকে বাঁচানো হোক বা গুলির লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়ানো, সবের জন্য প্রস্তুত তাঁরা৷ তাই তো তাদের সেলাম জানায় দেশবাসী৷ আজ তাঁরাই সামিল যোগদিবস পালনে৷ এবং সেখানেও বীরত্বের পরিচয়৷ তাপমাত্রা প্রায় শূন্যাঙ্কের নিচে, বরফে ঢাকা পাহাড়ের মধ্যেই একপায়ে দাঁড়িয়ে চলছে যোগচর্চা৷ সত্যিই এই ছবি দেখে তাদের কুর্ণিশ করতেই হয়৷ নিয়মানুবর্তীতা ও কর্তব্যপরায়ণের চূড়ান্ত উদাহরণ শিখতে পারা যায় এদের থেকে৷
ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) যোগচর্চার ছবি রীতিমতো ভাইরাল৷ রক্ষীদের সূর্যনমস্কারের ছবি ও ভিডিও পোস্ট করেছে বাহিনী৷
বদ্রিনাথের কাছে ১৪হাজার ফুটের ওপর ভারত-চিন সীমান্তে বসুধরা হিমবাহের ওপর যোগ আসনে ব্যস্ত রয়েছেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ৷ এই ছবিটিও সামনে এসেছে৷
Uttarakhand: ITBP (Indo-Tibetan Border Police) personnel, deployed at India-China border, perform yoga at an altitude of 14000 feet at Vasudhara glacier near Badrinath on #InternationalYogaDay today. pic.twitter.com/tEoNkWWtkt
— ANI (@ANI) June 21, 2020
তবে অরুনাচল প্রদেশে অভিনব বিষয়ে তুলে ধরেছে ITBP৷ যোগা দিবসে তাঁরা তুলে ধরেছেন আয়ুর্বেদের গুরুত্বর কথা৷ করোনা নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল, তখন দেশের আয়ুর্বেদ শাস্ত্রের ওপর জোর দিতে বলছেন তাঁরা৷ তাই যোগ দিবস উদযাপনে তাঁরা একটি থিম বেছে নিয়েছে৷ যার নাম ব্যাক টু রুটস অর্থাৎ শিকড়ের দিকে ফিরে দেখা৷ একটি সুন্দর ভিডিও পোস্ট করেছেন তাঁরা৷ অ্যানিমল ট্রেনিং স্কুলের সদস্যরা আবার ঘোড়ার ওপর চড়ে করলেন যোগআসন৷
#InternationalDayOfYoga2020
— ITBP (@ITBP_official) June 21, 2020
ATS Indo-Tibetan Border Police (ITBP) Lohitpur ITBP located in the remote eastern tip of NE of Arunachal displays a thoughtful 'Back to roots' yoga that amalgamated Ayurveda to enhance immunity to fight #Covid19. #InternationalDayOfYoga#Himveers pic.twitter.com/r5fydc0PQ3
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।