Viral: ছেলেরা নয়, মেয়েরাই ধরলেন কনের পিঁড়ি, বিয়ের ভিডিও ভাইরাল

Viral: ছেলেরা নয়, মেয়েরাই ধরলেন কনের পিঁড়ি, বিয়ের ভিডিও ভাইরাল

একটি বিয়ে বাড়িতে মালাবদলের আগে কনেকে বিয়ের পিঁড়িতে নিয়ে এলেন কনের বান্ধবী, বোনেরাই

  • Share this:

#কলকাতা: বদলে যাক ! সব তফাৎ ঘুঁচে যাক ! ছেলে আর মেয়ে যে আলাদা নয়, তা বার বার হোক প্রমাণ, না হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েই সব ট্যাবু দূর হোক !

সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে ওপরের কথাগুলো মনে হয়৷ সময় যত এগোচ্ছে, ভাবধারাও যে বদলাতে হবে তাই বার বার মনে করিয়ে দিচ্ছে এই ভিডিও ৷

ভিডিওতে দেখা গিয়েছে, একটি বিয়ে বাড়িতে মালাবদলের আগে কনেকে বিয়ের পিঁড়িতে নিয়ে এলেন কনের বান্ধবী, বোনেরাই ৷ এতদিন ধরে চলে আসা নিয়মকে ভাঙলেন চট করে ৷ শুধু তাই নয়, মালাবদলের সময় সমস্ত আচার-আচরণ করলেন বাড়ির মেয়েরাই !

সম্প্রতি ভিডিওটি আপলোড হয়েছে একটি ওয়েডিং ফোটোগ্রাফির ওয়েবসাইটে ৷ ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল ৷ অসংখ্য শেয়ার ও লাইক ৷ জানা গিয়েছে, ভিডিওটি কল্যাণীর এক বিয়ে বাড়ির ৷ পাত্রীর নাম ঐন্দ্রিলা ৷

First published: December 3, 2019, 12:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर