• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • গোটা বিশ্বের কাছে বাঙালি কী? গবেষণায় এল মজার তথ্য

গোটা বিশ্বের কাছে বাঙালি কী? গবেষণায় এল মজার তথ্য

আচ্ছা কখনও জানতে কী ইচ্ছে করে, গোটা দেশ বাঙালিদের নিয়ে ঠিক কী ভাবছে? বাঙালিদের কোন জিনিসটা গোটা বিশ্বে জনপ্রিয় !

আচ্ছা কখনও জানতে কী ইচ্ছে করে, গোটা দেশ বাঙালিদের নিয়ে ঠিক কী ভাবছে? বাঙালিদের কোন জিনিসটা গোটা বিশ্বে জনপ্রিয় !

আচ্ছা কখনও জানতে কী ইচ্ছে করে, গোটা দেশ বাঙালিদের নিয়ে ঠিক কী ভাবছে? বাঙালিদের কোন জিনিসটা গোটা বিশ্বে জনপ্রিয় !

 • Share this:

  #কলকাতা: আচ্ছা কখনও জানতে কী ইচ্ছে করে, গোটা দেশ বাঙালিদের নিয়ে ঠিক কী ভাবছে? বাঙালিদের কোন জিনিসটা গোটা বিশ্বে জনপ্রিয় ! সম্প্রতি একটি ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এই নিয়ে নতুন গবেষণায় মাঠে নেমে পড়লেন ৷ আর সেখানেই উঠে এল মজার কিছু তথ্য ৷ যেখানে জানা গেল, গোটা বিশ্বের মানুষ বাঙালিদের ঠিক কোন কোন জিনিস সবচেয়ে পছন্দ করেন !

  ১) অনেকের মতে, বাঙালিরা খুব তাড়াতাড়ি যেকোনও ভাষা শিখে নিতে পারেন ৷ ঠিক যেমন হিন্দি৷ বেশিরভাগ বাঙালিই হিন্দি শিখেছেন সিনেমা থেকে ৷ তবে একটু আধটু ভুল হলেও, বাঙালিদের মুখে হিন্দি শুনতে ভালো লাগে ৷ ২) একদল বলছেন, বাঙালি মেয়েরা খুব সুন্দর দেখতে হয় ৷ ৩) অনেকে জানিয়েছেন, কীভাবে খেতে হয় তা সারা বিশ্বে একমাত্র বাঙালিরা জানেন ৷ তা মাছ হোক, মাংস হোক কিংবা মিষ্টি ৷ ৪) অনেকে আবার মনে করেন, বাঙালিদের মতো জ্ঞান, সাহিত্যচর্চা আর কেউ-ই করতে পারে না ৷ সব খবর হাতে মুঠোয় রাখে বাঙালিরা ৷ ৫) অনেকের কাছে বাঙালিদের বিয়ের অনু্ষ্ঠান খুবই আকর্ষণীয় ৷ বাঙালি বিয়েতে যে উলু দেওয়া হয়, তা অনেকের কাছে খুবই পছন্দ ৷ ৬) অনেকে বলেছেন ঘুরতে যদি হয়, তাহলে ট্র্যাভেল পার্টনার হিসেবে কোনও বাঙালিকেই সঙ্গে নিয়ে নিন৷ কারণ, বাঙালির মতো ভালো ট্র্যাভেল পার্টনার আর হয় না ৷

  ৭) কখনই কোনও বাঙালির সঙ্গে তর্ক করা উচিত নয় ৷ আর তার ওপর যদি বাঙালির হাতে থাকে এক কাপ চা, তাহলে তো শক্তিটা আরও বেড়ে চায় !

  First published: