হোম /খবর /লাইফস্টাইল /
দূরে থাকুক করোনা, সুস্থ থাকুক কর্মচারী ও পরিবার ! দায়িত্ব নিল অস্টিন

দূরে থাকুক করোনা, সুস্থ থাকুক কর্মচারী ও পরিবার ! দায়িত্ব নিল অস্টিন

কোম্পানির সঙ্গে যুক্ত মানুষেরা যেন একটা গোটা পরিবারের মতো ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কোম্পানির সঙ্গে যুক্ত মানুষেরা যেন একটা গোটা পরিবারের মতো ৷ তাই কোম্পানির উন্নতির সঙ্গে সঙ্গে এই মানুষদের উন্নতি ও সুস্থতা দেখাটাও অত্যন্ত জরুরি ৷ এরকমই ভাবনা নিয়ে অস্টিন প্লাইউড এক অভিনব উদ্যোগ নিল ৷ করোনা আবহে কীভাবে কর্মচারীরা সুস্থ থাকবে, কী ভাবে সচেতন থাকবে সেটাই ছিল এই উদ্যোগের মূল ৷ আর এর নেপথ্যে ছিলেন, অস্টিন প্লাইউডের কর্ণধার মিস্টার নিশান্ত আগরওয়াল ৷কর্মচারীদের কথা ভেবে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা যেমন করা হল ৷ তেমনই বিশেষ আলোচনায় অংশ নিয়েছিলেন নিউট্রিশন কনসালেন্ট হেনা নাফিস, রাস ফিটনেস ক্লাবের কর্ণধার নীরজ সুরানা, কে ১১- অ্যাকাডেমির ফিটনেস ট্রেনার ও কনসালটেন্ট এবং যশ আগরওয়াল, নিউট্রিশনিস্ট শিখা আগরওয়ালের মতো ব্যক্তিত্বরা ৷

Published by:Akash Misra
First published:

Tags: Lifestyle