নেই পেন- পেন্সিলের আঁচড় বা তুলির টান... নিজের শরীরের বিভিন্ন অঙ্গ আর অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে এক-একটা অসামান্য ছবি ফুটিয়ে তুলছেন শিল্পী। ছবি আঁকতে ব্যবহার করছেন নিজের শরীর! শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন ভঙ্গিতে ফ্লোরে থাকা বিশাল ক্যানভাসে ঘষে তৈরি করছেন অসাধারণ সব চিত্রকর্ম। সত্যিই, দেকে চমকে যেতে হয়... অনন্য প্রতিভা...
শিল্পীর নাম Heather Hansen। হাত, পা, মুখ, কব্জি, ছবি আঁকতে হেদার ব্যবহার করেন শরীরের প্রতিটি অঙ্গ। এক একটি অংশ যেন এক এক মাপের তুলি। শরীরের ভাষায় ইলিবিলি কেটে ক্যানভাসে তৈরি হয় চোখ ধাঁধিয়ে দেওয়া শিল্পকর্ম। আর্ট-এর এই ফর্মকে বলা হয় কাইনেটিকস ড্রয়িং। বিশাল গ্যালারিতে হেদারের ছবি আঁকা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। অপলক চোখে মুগ্ধ হয়ে দেখতে কীভাবে নিমেষে খালি ক্যানভাস হয়ে ওঠে অপরূপ এক শিল্পকর্ম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heather Hansen, Painting