কলকাতা: কথায় আছে, অহঙ্কার পতনের মূল। এটা আসলে একটা রোগের মতো। শুধু তা-ই নয়, অহঙ্কার মানুষের মাঝে এমন একটা দেওয়াল তৈরি করে, যা ভেদ করা মুশকিল হয়ে পড়ে। সহজ ভাবে বলতে গেলে অহঙ্কার বা দম্ভে ডুবে থাকা মানুষদের আমরা সাধারণত এড়িয়েই চলি। আসলে মানুষের আচরণেই তাঁর মধ্যে লুকিয়ে থাকা দম্ভের প্রকাশ পায়। তাহলে অহঙ্কারী আসলে কারা? আর কীভাবেই বা চেনা যাবে অহঙ্কারী মানুষদের? দেখে নেওয়া যাক সেটাই।
দৃষ্টি আকর্ষণ- আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন, যাঁরা সব সময় প্রতিটি বিষয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়ে যান। এমনটা দেখলেই বুঝতে হবে যে, সমস্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণকারী ব্যক্তিটি অত্যন্ত অহঙ্কারী।
আরও পড়ুন- ২০২৫ সালের মধ্যে এই তিন রাশির জীবনে আসবে দারুণ পরিবর্তন! শনিদেবের কৃপা থাকবে বজায়
অন্যদের তুচ্ছ জ্ঞান
এমন কিছু মানুষ রয়েছে, যারা অন্যদেরকে নিজের থেকে সব সময় কম বা তুচ্ছ বলে মনে করেন। শুধু তা-ই নয়, এ-ও মনে করেন যে, তিনি নিজেই সেরা। আর তিনি যেটা করবেন, সেটা সবার থেকে সেরা। অপরকে তুচ্ছ জ্ঞানকারী মানুষগুলিও কিন্তু অত্যন্ত অহঙ্কারী।
নিজেকে নিয়ে ভুল ধারণা
অনেকেই নিজেকে সেরা বলে মনে করেন। ফলে সব সময়ই ভাবেন যে, যেন সকলেই তাঁর কাছে আসতে চাইছেন। আর এই ধরনের ভুল ধারণা থাকলে বুঝতে হবে যে, এই মানুষগুলি অত্যন্ত অহঙ্কারী।
সর্বদা প্রচারের আলো
কিছু মানুষ সব সময় প্রচারের আলো পেতে চান। এমনকী নিজের কার্যকলাপের মাধ্যমে প্রচারের আলো ছিনিয়ে নিতেও পিছপা হন না। এই ধরনের মানুষগুলিও কিন্তু বেশ অহঙ্কারী প্রকৃতির।
নিজের বিষয়ে শুনতে নারাজ
এমন অনেকেই রয়েছেন, যাঁরা নিজের বিষয়ে খারাপ কিছু শুনতে পারেন না। বলা ভাল, নিজের নিন্দা একেবারেই শুনতে পারেন না এঁরা। এমনটা হলে বুঝতে হবে যে, ওই মানুষগুলি সাধারণত অহঙ্কারী প্রকৃতির।
অন্যের প্রতি সহানুভূতি
অনেকেই অন্যের প্রতি সহানুভূতিশীল হন না। এমনকী নিজের কাছের মানুষগুলির উপরও এঁদের তেমন কোনও সহানুভূতি থাকে না। এমনটা হলে বুঝতে হবে যে, ওই মানুষটি অত্যন্ত অহঙ্কারী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Personality, Personality test