প্রত্য়েক বাবামায়েরই একজন প্রিয় সন্তান আছে। তবে তাঁরা কখনওই সেটা স্বীকার করেন না। সব সন্তানকে সমানভাবে ভালবাসেন বলেই দাবি করেন তাঁরা। কিন্তু কোনও একজনের প্রতি পক্ষপাতিত্ব তাঁদের থাকেই।
এখানে ৫টি লক্ষণ রয়েছে যা আপনাকে বুঝতে সাহায্য করবে, আপনি আপনার পিতামাতার প্রিয় সন্তান কিনা...
সমস্ত পারিবারিক গসিপ থেকে শুরু করে তাঁদের ব্যক্তিগত সমস্যা, তাঁদের আবেগ, অনুভূতি যদি তাঁরা আপনার সঙ্গে ভাগ করে নেন, তাহলে আপনি তাঁদের প্রিয় সন্তান বৈকী!
আরও পড়ুন: বৃহন্নলাদের এ কী কাণ্ড! লক্ষ্মীকান্তপুর লোকালে মারাত্মক ঘটনা, ফুঁসছে যাত্রীরা
প্রিয় সন্তান হওয়ার একটি সুবিধা রয়েছে। খারাপ নম্বর পাওয়ার জন্য বা আপনার ভাইবোনদের সঙ্গে ঝগড়ার জন্য খুব বেশি বকুনি আপনি খাবেন না। হয়তো বাবা-মা আপনাকে সতর্কবাণী দিয়ে বা মিষ্টি কথা বলেই থামিয়ে দেবেন।
আরও পড়ুন: ফের খুনের বদলা আগুন, জ্বলল বাড়ি-গাড়ি! গলসিতে ঠিক ঘটল কী? পুরুষশূন্য গ্রাম
আপনি যদি প্রিয় সন্তান হন, তবে তাঁরা আপনার কথা শুনবেনই। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সঙ্গে নরম সুরে কথা বলবেন।
আপনি যদি প্রিয় হন, তবে আপনার পিতামাতা সবসময়েই সবার কাছে আপনার সাফল্য এবং কৃতিত্ব নিয়ে গর্ব করবেন। কিন্তু আপনার ভাইবোনের সঙ্গে একই রকম ব্য়বহার নাও করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।