অত্যধিক ক্লান্তিতে অনেক সময়ই অবসন্ন লাগে৷ মনসংযোগ করতে সমস্যা, এনার্জি কমে আসা, বিরক্তির মতো অবসাদের লক্ষণ দেখা দেয় অনেক ক্ষেত্রেই৷ অবসাদে ভুগলে ঘুমের সমস্যা হয়৷ ঘুম আসতে, বেশিক্ষণ ঘুমোতে সবকিছুতেই সমস্যা হয়৷ তাই অবসাদ ও ক্লান্তি অনেকেই গুলিয়ে ফেলেন৷ সাইকিয়াট্রিস্টরা বলেন, ক্লান্তি না অবসাদ বোঝার জন্য কয়েকটি লক্ষণ খেয়াল রাখতে হবে৷ঘুম কম হলে আমাদের যে ক্লান্তি আসে তার ফলে-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Depression, Health Tips, Healthy Living, Mental Health