corona virus btn
corona virus btn
Loading

এতদিন জানতেন কাশি কমে, জানেন তুলসী পাতা খেলে এটাও হয় ?

এতদিন জানতেন কাশি কমে, জানেন তুলসী পাতা খেলে এটাও হয় ?
File Photo

কথায় কথায় ডাক্তার দেখানো আর ওষুধের দোকানে ছুট ৷ কিন্তু জানেন কি? ঘরেই রয়েছে এমন অনেক কিছু, যা টুকটাক শরীর

  • Share this:

#কলকাতা: কথায় কথায় ডাক্তার দেখানো আর ওষুধের দোকানে ছুট ৷ কিন্তু জানেন কি? ঘরেই রয়েছে এমন অনেক কিছু, যা টুকটাক শরীর খারাপ শুধু নয়, কমিয়ে দিতে পারে কঠিন রোগও ৷

তুলসী পাতা এরকমই একটা গাছ, যার পাতায় রয়েছে প্রচুর ভেষজ গুণ ! এতদিন শুধু জানতেন, কাশি, সর্দি লাগা এই সবের জন্যই ভালো তুলসী পাতা ৷ এমনকী, ক্ষতের জায়গাতেও তুলসী পাতার রস দিলে উপকার দেয় ৷ তবে তুলসীর যে এই উপকার গুলো রয়েছে, সেটা জানাই ছিল না ৷

তুলসী এমন একটা গাছ, যা ২৪ ঘণ্টা অক্সিজেন দেয় ৷ এই কারণেই তুলসী গাছ বাড়ির আশে পাশে লাগানো দরকার ৷

নিয়মিত তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি ভালো হয় ৷

দাঁতের ব্যথায় তুলসী পাতার রস লাগালে উপকার দেয় ৷

ব্রন-র ওপর তুলসী পাতার রস লাগালে দ্রুত কমে যাবে ৷

শুধু তাই নয়, ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে মশা আসবে না ঘরে ৷

চুলের ক্ষেত্রেও তুলসী পাতার রস খুব ভালো ৷

First published: January 8, 2017, 7:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर