মুম্বই: নববধূ আলিয়ার সাজ এখনও চর্চিত৷ চিরাচরিত ধারণাকে ভেঙে তিনি স্নিগ্ধ সাজে সেজেছিলেন বিয়ের জন্য৷ নববধূ বেশে পোশাক ও অলঙ্কার, দু’দিক থেকেই তিনি মিনিমালিস্ট৷ তাঁর হাতের মেহন্দি অনন্য মাত্রা পেয়েছে হাতের কলিরে ও ব্রেসলেটের যুগলবন্দিতে৷
রুপোর ছোঁয়ায় সাদা-হলুদ যুগলবন্দির ব্রেসলেট তৈরি করেছে ফ্লোরাল আর্ট অ্যান্ড ডিজাইনের সৃষ্টি কপূর৷ তাঁর মেহন্দির সাজে এই যুগলবন্দি এনেছে ফুলের ছোঁয়া ৷ কিন্তু জানেন কি তৈরি করার সময় সৃষ্টি জানতেনই না কার জন্য এই অলঙ্কার তৈরি করছেন৷ এরকমই তথ্য তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে৷
সৃষ্টিকে শুধু বলা হয়েছিল এমন গয়না করতে হবে, যা একই সঙ্গে হবে খুব সূক্ষ্ণ ও জটিল নক্সার৷ অনন্যতা আনার জন্য মৃদু হলুদ ও সাদা ফুলের পাপড়ির সঙ্গে তিনি মুক্তো গেঁথে দেন৷ সৃষ্টি জানতেনই না এই কলিরে তিনি গাঁথছেন স্বয়ং আলিয়ার জন্য৷
আরও পড়ুন : অরগ্যাঞ্জা শাড়ির সঙ্গে মুক্তোর তিন লহরী নেকলেস, রণবীরের বিয়েতে মধ্যমণি করিনা
কারণ তাঁর কাছে কাজের বরাত এসেছিল এক সংস্থার মারফত৷ পরে আলিয়ার মেহন্দির ছবি প্রকাশ্যে আসার পর সৃষ্টি দেখেন তাঁর তৈরি গয়না শোভা পাচ্ছে আলিয়ার হাতে৷
আরও পড়ুন : রণবীরের পছন্দের সংখ্যার হিরেতে গাঁথা আংটি, নজর কেড়েছে আলিয়ার মহার্ঘ্য অলঙ্কার
আরও পড়ুন : শয্যায় সঙ্গিনীকে সুখ দিতে অক্ষম? আপনার সমস্যার সমাধান আছে তরমুজের খোসায়
বিয়ের কলিরে জেনেও সাদা রং কেন বাছলেন তিনি? সৃষ্টি জানিয়েছেন, সাদা নিউট্রাল রং৷ তাছাড়া, সাদার সঙ্গে অন্য যে কোনও রঙের যুগলবন্দি খুব ভাল ফুটে ওঠে৷ তবে সৃষ্টির আক্ষেপ, তিনি যদি আগে থেকে জানতেন আলিয়ার জন্য অলঙ্কার তৈরি করছেন, তাহলে ফুলের পাপড়ি আরও বেশি দিতেন৷ তবে ফুলের ছোঁয়া কম হলেও কলিরে তথা আলিয়াকে দেখতে লাগছিল অসাধারণ৷ বলছেন কলিরের শিল্পী সৃষ্টি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt