• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • সিঁদুরদানের পরেই বিয়ের আসরে নতুন বউয়ের সামনে সেরা পারফরমেন্স প্রিয় বরের, সুপার ভাইরাল

সিঁদুরদানের পরেই বিয়ের আসরে নতুন বউয়ের সামনে সেরা পারফরমেন্স প্রিয় বরের, সুপার ভাইরাল

ভিডিওটি সুপার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

ভিডিওটি সুপার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

ভিডিওটি সুপার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  সিঁদুর দানের পরে বিয়ের মঞ্চ কেঁপে উঠল গর্জে উঠল বিবাহ বাঁসর, কনের সামনের বরের সেরা পারফরমেন্স ৷ বউয়ের সামনে নতুন বর দিল তার সব থেকে বড় পারফরমেন্স ৷ বিয়ে বাড়িতে উপস্থিত সবাই রীতিমত চমকে গিয়েছেন ৷ সারাদিন, সারারাতে ব্যাপক পরিমাণে আনন্দ করেছেন উপস্থিত সবাই ৷ বিয়েবাড়ি মানেই প্রত্যেকের কাছে এক আনন্দের বিশেষ জায়গা ৷

  বিয়ের দিন সকাল থেকেই কনে ও বরের বাড়িতে বিশেষ নিয়ম নিষ্ঠা পালন করা হয় ৷ বিয়ের দিন সকালে মেয়ের বাড়ি ও ছেলের বাড়িতে আধিবাস অনুষ্ঠিত হয় ৷ গায়ে হলুদ, বৃদ্ধি, ছাড়াও একাধিক অনুষ্ঠানে বিয়েবাড়ি মুখরিত হয়ে থাকে ৷ ছেলের বাড়ির হয়ে গায়ে হলুদ মেয়ের বাড়িতে আসে তারপরেই স্নান করে কনে ৷ এরপর আস্তে আস্তে বিয়ের লগ্ন এগিয়ে আসতে থাকে ৷ বিয়ের লগ্ন না থাকলে গোধূলি লগ্নে বিয়ে হয়ে থাকে ৷ বিয়ের পর কনের বাড়িতে তোড়জোড় হয় বিয়ের রীতিনীতি শুরু করার যেমন তেমনই কখন বর আসবে বিয়ে করতে ৷ অন্যদিকে বরের বাড়ি থেকেও বেরনোর তোড়জোড় শুরু হয় ৷

  তারপরে নানান আচার আচারণ সম্পন্ন করে হয় শুভদৃষ্টি, সম্প্রদান, সাতপাকে বাঁধা, খই পোড়ানো, সিঁদুর দান এই সমস্ত হয়ে থাকে ৷ এমনমই এক ভাইরাল ভিডিও এসেছে যেখানে বিয়ের পরে নতুন বউয়ের সামনে জীবনের সেরা পারফরমেন্স তুলে ধরলেন বর, সুপার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  Published by:Arjun Neogi
  First published: