#মুম্বই: অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখা রয়েছে, তিনি একাধারে ‘মডেল’, ‘অভিনেত্রী’, ‘ইনফ্লুয়েন্সার’, ‘মোটিভেটার’, ‘হেলথ অ্যান্ড ফিটনেস’, সবকিছুই ৷ ইউরোপের অভিনেত্রী এখন এ দেশের নিবাসী ৷ থাকেন মুম্বইয়ে ৷ প্রতিদিনই বিভিন্ন ছবি তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৷ যা মুহূর্তের মধ্যেই হয় ভাইরাল ৷
View this post on Instagram
খোলামেলা পোশাকেই এই অভিনেত্রীকে দেখতে অভ্যস্ত তাঁর ফ্যানরা ৷ সম্প্রতি তিনি তাঁর ন্যুড ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ যার ক্যাপশন, ‘ খবরের কাগজ পড়তে হবে না ৷ নিজেই খবর হন... ৷ ’
বলা বাহুল্য, তাঁকে দেখে এখন ইনফ্লুয়েন্সই হচ্ছেন প্রত্যেকে ৷ প্রিয় অভিনেত্রীর ন্যুড ছবি দেখে অনেক ফলোয়ার্সরা খুশি হয়েছেন ৷ আবার অনেকে দুঃখও পেয়েছেন ৷ অভিনেত্রীর একজন ফলোয়ার লিখেছেন, ‘ আমি আপনার বিশাল ফ্যান ৷ কিন্তু আপনি এভাবে নগ্ন ছবি পোস্ট করেছেন ৷ দেখে খুবই দুঃখ পেলাম ৷’’ অভিনেত্রী তার উত্তর দিতেও ভোলেননি ৷ তিনি লেখেন, ‘‘ আমি কিন্তু ঘড়ি এবং খবরের কাগজ পরে রয়েছি ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Matylda