corona virus btn
corona virus btn
Loading

দালের মেহেন্দির সুপারহিট গানে দুর্দান্ত নাচ কাঠবেড়ালির, ভিডিও নিমেষেই ভাইরাল

দালের মেহেন্দির সুপারহিট গানে দুর্দান্ত নাচ কাঠবেড়ালির, ভিডিও নিমেষেই ভাইরাল

অনবদ্য ঠুমকায় মজেছে তামাম নেট দুনিয়া

  • Share this:

#নয়াদিল্লি: নতুন দিন নতুন বার্তা নিয়ে আসে জীবনে ৷ জীবনের বিভিন্ন প্রান্ত থেকেই রসদ সংগ্রহ করে তাতে পরিপূর্ণ হয় জীবনের সমস্ত চাওয়া পাওয়া ৷ অনেক সময় অনেক কিছু যেমন জীবনে বিষাদের সৃষ্টি করে থাকে ৷ ঠিক তেমনই জীবনের নানান ছন্দময় অভিজ্ঞতাও জীবনকে সুন্দর করে তোলে ৷

এমন ভাবেও লক্ষ্য করা যায় এমন কিছু ঘটনা যা প্রতি মুহূর্তে জীবনকে সংঘঠিত করে থাকে ৷ একটু ভিন্ন স্বাদ উপহার দেয় ৷ এমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল ৷ কী সেই ভিডিও-র বিষয়বস্তু ? ভিডিওতে দেখা গিয়েছে একটি কাঠবেড়ালি দালের মেহেন্দির গানে লেজ নাড়িয়ে নাড়িয়ে তুমুল নাচছে ৷

সেই নাচ মনকে বেশ আনন্দের এক অন্যমাত্রা দিয়েছে ৷ তবে ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি ৷ হয়ত সম্পাদিত ভিডিও ৷ তবে যে একটি আনন্দের সঞ্চার ঘটিয়েছে সেই আনন্দকে উপভোগ করাই উচিৎ ৷ আনন্দ করলে মন বাল থাকে আনন্দ ভাগ করলে বাড়ে ৷

First published: September 17, 2019, 1:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर