corona virus btn
corona virus btn
Loading

দুরন্ত সুরের সঙ্গে তুমুল নাচে ফেসবুকে জমাটি নাচের ছবি ভাইরাল একদল শিশুর

দুরন্ত সুরের সঙ্গে তুমুল নাচে ফেসবুকে জমাটি নাচের ছবি ভাইরাল একদল শিশুর
ছবি সৌজন্যে ফেসবুক ৷

তোলপাড় সোশ্যাল মিডিয়া

  • Share this:

জমজমাট শিশুদিবসে গানের তালেতালে নাচ রীতিমত জমে উঠেছে ফেসবুকে ৷ সেই গানের ভিডিওটি ভাইরাল হয়েছে আজ নয় ২-৩ দিন আগে ভিডিওটি আপলোড হয়েছে এরই মাঝে ভিউয়ের সংখ্যা হয়েছে ৬০২ ৷ তবে এই ভিডিওটি আজ বিশেষ ভাবে নজর কেড়েছে সবাই ভাবছেন আসলে ভিডিওটি চিলড্রেন্স ডের ভিডিও তবে তা নয় ৷ শিশুদের আনন্দ আবদার বা তাদের আনন্দের উৎযাপনই শিশুদিবস ৷ ছবিতে বোঝা যাচ্ছে এমনই এক পরিস্থিতি ৷

ছবি সৌজন্যে ফেসবুক ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

কোনও বিশেষ দিন বা বিশেষ দিবস একটি হিসাবের কারণে বলা হয় বা মানা হয়ে থাকে ৷ প্রতিদিনই সেই দিবস বা দিনকে উৎযাপন করা হয়ে থাকে ৷ প্রতিদিনই নতুন করে শুরু করার পালা ৷ একদিন নয় প্রতিটি শিশুর মুখে হাসি ফোটানোর নামই শিশু দিবস ৷ এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখানো হয়েছে একদল বাচ্চারা মনের আনন্দে একটি সুরের সঙ্গে নেচে যাচ্ছে ৷

ছবি সৌজন্যে ফেসবুক ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

সুরের ভাসাটি বোধগম্যতা স্পর্শ করছেনা ঠিকই ৷ এর থেকে বোঝা যায় গানটির বিশেষ আনন্দ ও উপভোগ করে নাচছে ৷ সব মিলিয়ে এমন এক আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে ৷

First published: November 14, 2019, 9:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर