#নয়াদিল্লি: কোম্পানির CEO মন খুলে নাচছেন কর্মচারিদের সঙ্গে৷ মুকাবলা গানটির সঙ্গে৷ এমন ভিডিও দেখলে মন ভরে যাবেই৷ ওলস্পান ইন্ডিয়া লিমিটিডের CEO দীপালি গোয়েঙ্কা এবং যুগ্ম ম্যানেজিং ডিরেক্টরের নাচ দেখতে সকলেই ব্যস্ত হয়েছে৷
সংস্থার CEO, খুব গম্ভীর ব্যাপার হবেন বলেই সকলে মনে করেন৷ কিন্তু তার একেবারেই উল্টো৷ কাজের সময় তিনি সত্যিই খুব সিরিয়াস৷ তবে কাজের বাইরে সকলের সঙ্গে খোলামেলা ভাবেই মিশতে ভালবাসেন৷ তাই তো এভাবে সকলের সঙ্গে নাচলেন তিনি৷ এবং কর্মচারিরাও তার সঙ্গে অনায়াসে নাচতে পারলেন৷ বলা ভাল CEO নাচতে দেখেই সকলে নাচতে শুরু করলেন৷ এতেই দারুণ পরিবেশ সৃষ্টি হল অফিসের মধ্যেই৷ ভিডিওটি সামনে আসতে ব্যাপকভাবে ভাইরাল৷ কারণ এমন ভিডিও তো দেখাই যায় না, যেখানে অফিসের মধ্যে CEO নিজেই নাচছেন! একলাখ ভিউ হয়েছে ভিডিওটির৷
Rare to see a CEO dance and have fun in an office setting. That’s the way to create a happy culture @DipaliGoenka #welspun. pic.twitter.com/B6LAd2u3tr
— Harsh Goenka (@hvgoenka) February 18, 2020
এই ভিডিওটি শেয়ার করেছেন RPG এন্টারপ্রাইসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা, এবং খুবই প্রশংসা করেছেন দীপালির৷ আপনিও দেখুন এমন ভিডিও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral, Viral Video