• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ViralVideo| ৪ বছরের শিশুর গান ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর মন, ভিডিওটি শেয়ার করে মোদি লিখলেন...

ViralVideo| ৪ বছরের শিশুর গান ছুঁয়ে গেল প্রধানমন্ত্রীর মন, ভিডিওটি শেয়ার করে মোদি লিখলেন...

এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৩.৬৭ লক্ষ মানুষ দেখেছেন।

এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৩.৬৭ লক্ষ মানুষ দেখেছেন।

এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৩.৬৭ লক্ষ মানুষ দেখেছেন।

 • Share this:

  #কলকাতা: ৪ বছর মাত্র বয়স৷ মুখের বুলি ফুটেছে সবে মাত্র৷ কিন্তু তার মধ্যেই এই একরত্তি মেয়ের গলায় দেশাত্ববোধক গান শুনে মুগ্ধ স্বয়ং দেশের প্রধানমন্ত্রী৷ এমনকি খুদের গানের ভিডিও নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ারও করলেন তিনি৷ এর আগেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ দেশের প্রধানমন্ত্রী এই ভিডিওটি শেয়ার করায় তা ব্যাপক ভাইরাল হয়েছে৷

  দেশের প্রতি ভালবাসা ও সেই উদ্দেশ্যে ছোট্ট মেয়ের গান হৃদয় ছুঁয়ে যাবে সকলের৷ ৪ বছর বয়সী মিজোরামের এই মেয়ের নাম এসথার হনমতে (Esther Hnamte)৷ তার গলায় শোনা গিয়েছে বন্দে মাতরম গান৷ প্রথমে এই ভিডিওটি শেয়ার করেন মিজোরামের মুখ্যমন্ত্রী৷ তারপর প্রধানমন্ত্রী এই ভিডিওর ভূয়সী প্রশংসা করে তা নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন৷ তিনি লেখেন যে, এই মেয়ের গান খুবই অভূতপূর্ব এবং প্রশংসনীয়৷ এই মেয়ের গানে তিনি গর্বিত, লিখেছেন মোদি৷

  এই ভিডিওটি এখনও পর্যন্ত ৩৩.৬৭ লক্ষ মানুষ দেখেছেন। সকলে এই ভিডিওটি খুব পছন্দ করছেন৷ এবং এই ভিডিও দেখে তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন৷

  Published by:Pooja Basu
  First published: