#পানাজি: আর রাত ১০ পর পার্টি করা যাবে না ৷ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর জানিয়েছেন, এবার থেকে সমস্ত পার্টি শেষ করতে হবে রাত ১০ টার মধ্যে ৷ রাত ১০ টার পর যদি কেউ পার্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে ৷
এর পাশাপাশি দেহ ব্যবসা, বেআইনি জুয়া খেলা ও ড্রাগ পাচারের উপরে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের উপরে ৷
নতুন নিয়ম অনুযায়ী, রাত ১০ পর আর জোরে গান চালানো যাবে না ৷ রাজ্যের জলসম্পদ মন্ত্রী বিনোদ পাল্যেকর কয়েকদিন আগে অভিযোগ জানিয়েছেন যে গোয়ার বিভিন্ন জায়াগায় নিষিদ্ধ মাদকে ভরপুর রেভ পার্টি চলে ৷ ড্রাগ কারবারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে গোয়া ৷ কিন্তু পুলিশ সেভাবে পদক্ষেপ নিচ্ছে না এর বিরুদ্ধে ৷ এর জেরে দিনের পর দিন চলছে এই পার্টি ৷ ফলে সমস্ত লেট নাইট পার্টি বন্ধ করার দাবি জানান তিনি ৷
রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে যদি তাদের কোনও বিষয়ে সন্দেহ হলে তাহলে তারা সেখানে হানা দিতে পারে ৷ আরও কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
গত কয়েকমাসে গোয়াতে বহু বিদেশি মহিলা পর্যটক আক্রান্ত হয়েছে ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলাদের উপর নির্যাতন কোনওভাবে বরদাস্ত করা হবে না ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ৷