Football World Cup 2018

কুলদীপে মুগ্ধ শ্যেন ওয়ার্ন, ভারতীয় ‘চায়নাম্যান’কে নিয়ে কী টুইট করলেন তিনি ?

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Oct 02, 2017 10:41 AM IST
কুলদীপে মুগ্ধ শ্যেন ওয়ার্ন, ভারতীয় ‘চায়নাম্যান’কে নিয়ে কী টুইট করলেন তিনি ?
File Photo
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Oct 02, 2017 10:41 AM IST

#নাগপুর: সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলের পক্ষে যদি সবচেয়ে বড় পাওনা হার্দিক পাণ্ডিয়া হন, তাহলে কুলদীপ যাদবও তাঁর চেয়ে কোনও অংশে কম যান না ৷ ভারতের এই ‘চায়নাম্যান’ বোলারকে নিয়ে উচ্ছ্বসিত গোটা বিশ্বই ৷ কুলদীপের ফ্যানের তালিকায় রয়েছেন কিংবদন্তী শ্যেন ওয়ার্নও ৷ ভারতীয় দলের চায়নাম্যানের বোলিংয়ে মুগ্ধ তিনি ৷

রবিবার ওয়ার্ন টুইট করেন, ‘‘কুলদীপ যদি একটু ধৈর্য ধরে বোলিং করে, তা হলে ও সব রকম ফর্ম্যাটেই সেরা লেগ স্পিনার হওয়ার দৌড়ে দ্রুত ইয়াসির শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কুলদীপ সাত উইকেট নেন। ওয়ার্ন টুইটারে আরও লেখেন, ‘‘গত বার ভারতে এসে ওর সঙ্গে দেখা করে বেশ ভাল লেগেছিল। ওর বোলিং দেখতে সত্যিই ভাল লাগে। ব্যাটসম্যানদের, বিশেষ করে অস্ট্রেলিয়দেরও কেমন ধন্দে ফেলে দেয় ও।’’

First published: 10:33:03 AM Oct 02, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर