corona virus btn
corona virus btn
Loading

আমডাঙায় উদ্ধার হওয়া কঙ্কাল কার ? জানিয়ে দিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

আমডাঙায় উদ্ধার হওয়া কঙ্কাল কার ? জানিয়ে দিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

কঙ্কাল উদ্ধারের পর সেটি ডাইনোসরের বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রাণিসম্পদ বিকাশ দফতর জানিয়েছিল, প্রাথমিকভাবে কঙ্কালটি সরীসৃপ প্রজাতির কোনও প্রাণীর হতে পারে।

  • Share this:

#কলকাতা: আমডাঙায় উদ্ধার হওয়া কঙ্কাল গন্ধগোকুলের। জানাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কঙ্কাল পরীক্ষার পর প্রাণিসম্পদ বিকাশ দফতরকে রিপো‍র্ট জমা দেওয়া হয় । কঙ্কাল উদ্ধারের পর সেটি ডাইনোসরের বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। যদিও প্রাণিসম্পদ বিকাশ দফতর জানিয়েছিল, প্রাথমিকভাবে কঙ্কালটি সরীসৃপ প্রজাতির কোনও প্রাণীর হতে পারে। শেষমেশ দেখা গেল, উদ্ধার হওয়া কঙ্কাল গন্ধগোকুলের।

বেশ কিছুদিন হল আমডাঙা ওই বাড়িতে আর কেউ থাকেন না। ২২ মাস আগেই মারা গিয়েছেন পরিবারের সবচেয়ে প্রবীণ মানুষটি। তখন থেকেই আমডাঙার উত্তর বোদাই গ্রামের এই বাড়ি ফাঁকা। রবিবার সেই বাড়িতেই একটি প্রাণীর কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য ছাড়ায়। কঙ্কালটি ডাইনোসরের কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়।

রীতিমতো উত্তেজনায় ফুটছিলেন আমডাঙাবাসী। তবে ডাইনোসরের কঙ্কাল হওয়ার সম্ভাবনা কম বলে প্রথম থেকেই জানিয়েছিল  জেলা প্রাণী সম্পদ দফতর ৷ এরপর সেটি পাঠানো হয় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় ৷ পরীক্ষার পর জানা যায় সত্যিটি ৷

First published: November 15, 2019, 6:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर