#কলকাতা: ফুলবাগানের সুভাষ সরোবরে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। আশিস সর্দার নামে ওই যুবকের খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। প্রগতি ময়দান এলাকার বাড়ি থেকে তাঁকে ডেকে নিয়ে যায় িতন বন্ধু। এরপরেই সুভাষ সরোবরে দেহ উদ্ধার হয় আশিসের। দুজনকে আটক করা হলেও খোঁজ নেই গুল্লু নামে আরেক বন্ধুর। সম্ভবত েসই গুলি চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বাড়ি প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙা রোডে। যুবকের দেহ উদ্ধার হল ফুলবাগানের সুভাষ সরোবর চত্বর থেকে। আশিস সর্দার নামে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। বছর বাইশের আশিস প্রগতি ময়দান এলাকায় একটি কলেজে গ্রুপ ডি কর্মীর কাজ করতেন। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ আশিসকে তিন বন্ধু বাড়িতে ডাকতে আসে। বঙ্গবাসীর মাঠে খেলতে যাওয়ার নাম করে ডেকে নিয়ে যায় বন্ধুরা। এরপর ফুলবাগান থানা থেকে ফোন করা হয় আশিসের বাড়িতে। সুভাষ সরোবর চত্বরে গিয়ে দেহ শনাক্ত করে
ময়নাতদন্তে জানা গিয়েছে আশিসের গলায় গুলি লেগেছে। সুয়োমোটো মামলা দায়ের ৩০২- খুনের ও ৩৪- সম্মিলিত অপরাধ, ২৫ ও ২৭ ধারায় অস্ত্র আইনে মামলা। তিন বন্ধুর মধ্যে দু’জনকে আটক। গুল্লুর খোঁজ নেই। গুল্লুই গুলি চালিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। কোনও বিষয়ে বচসা। ঠান্ডা মাথায় খুন ৷