হোম /খবর /কলকাতা /
বাইকে গতির ঝড়! নিউ টাউনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

New Town Bike Accident: বাইকে গতির ঝড়! নিউ টাউনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

দুর্ঘটনার কবলে পড়ে এই বাইকটি৷

দুর্ঘটনার কবলে পড়ে এই বাইকটি৷

স্থানীয় বাসিন্দারাই ইকো পার্ক থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আহত দু'জনকে উদ্ধার করে পুলিশ৷

  • Last Updated :
  • Share this:

#অনুপ চক্রবর্তী, নিউ টাউন: দুর্গা পুজোর সময়ও রাত ভর শহর জুড়ে চলেছে বেপরোয়া বাইকের দাপাদাপি৷ যার জেরে ঘটেছে ছোট- বড় দুর্ঘটনা৷ নবমীর রাতেও বাইকের বেপরোয়া গতির বলি হলেন এক যুবক৷ গুরুতর আহত আরও একজন৷ মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে নিউ টাউনে৷স্থানীয় সূত্রে খবর, আজ ভোর রাতে নিউ টাউনে শ্রাচি সিগন্যাল থেকে নবাবপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি বাইক৷

রাম মন্দির আইল্যান্ডের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি লাইট পোস্টে ধাক্কা মারে বাইকটি৷ বাইকে থাকা দুই যুবকই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন৷

আরও পড়ুন: উত্তরাখণ্ডে খাদে পড়ল বিয়েবাড়ির বাস, মৃত অন্তত ২৫, গুরুতর আহত কমপক্ষে ২০

স্থানীয় বাসিন্দারাই ইকো পার্ক থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আহত দু'জনকে উদ্ধার করে পুলিশ৷ তাঁদের বিধানগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়৷ আর এক আহত যুবককে আর জি কর হাসপাতালে পাঠানো হয়৷ পুলিশের প্রাথমিক অনুমান, দুই যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন৷

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপ কুমার মণ্ডল (২৪)৷ তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার রাজপুর সোনারপুর এলাকার দেশবন্ধুনগর এলাকায়। আহত যূবকের নাম অভিজিৎ মণ্ডল (২৪)৷ তিনিও সোনারপুর এলাকারই বাসিন্দা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Accident, New Town