#কলকাতা: যৌথ শৌচাগার ব্যবহার ঘিরে বচসা, মৃত্যু! অভিযোগ, স্থানীয় এক যুবকের ওপর চড়াও হয় এলাকার ১৬ জন বাসিন্দা, চলে বেধড়ক মারধর! আশঙ্কাজনক অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করা হয়! চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় যুবকের।
যুবকের মৃত্যুতে কসবা থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা! জানা যায়, যৌথ শৌচাগার ব্যবহার নিয়ে যুবকের সঙ্গে মারামারি বাঁধে কিছু প্রতিবেশীর! ব্যাট, হাতুড়ি, বোতল দিয়ে আঘাত করা হয় মনোজিৎ মণ্ডল নামে ওই যুবককে! মারধরের অভিযোগ ওঠে মৃত যুবকের ১৬ জন প্রতিবেশীর বিরুদ্ধে! ৪ দিন হাসপাতালে চিকিৎসার পর মৃত্যু হয় যুবকের। ইতিমধ্যেই ৩ জনেক গ্রেফতার করেছে পুলিশ।