• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সল্টলেকে যুবকের অস্বাভাবিক মৃত্যু! তদন্তে পুলিশ!

সল্টলেকে যুবকের অস্বাভাবিক মৃত্যু! তদন্তে পুলিশ!

বিয়ের পরের মুহূর্তেই গলা টিপে সদ্য বিবাহিত প্রেমিকাকে খুন করলেন প্রেমিক ৷ এখানেই শেষ নয় পরে গলায় ফাঁস লাগিয়ে নিজেকেও শেষ করে দেয় সে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণে ৷ photo source collected

বিয়ের পরের মুহূর্তেই গলা টিপে সদ্য বিবাহিত প্রেমিকাকে খুন করলেন প্রেমিক ৷ এখানেই শেষ নয় পরে গলায় ফাঁস লাগিয়ে নিজেকেও শেষ করে দেয় সে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণে ৷ photo source collected

 • Share this:

  #কলকাতা: সল্টলেকের বিসি ৭৯ বাড়িতে এক যুবকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। মৃত যুবকের নাম তীর্থঙ্কর মুখোপাধ্যায়। ঘরের ভিতর থেকে হাতের শিরা কাটা অবস্থায় মৃত দেহ উদ্ধার হয়। তবে মৃত্যুর কোনও কারণ এখনও জানা যায়নি।

  পুলিশ সূত্রে খবর আজ দুপুরে ছেলেটির বাবা তাকে ডাকতে গেলে দেখে ঘরের মেঝেতে পড়ে আছে। বা হাতের শিরা কাটা। এর পরই ছেলেটির বাবা চিৎকার শুরু করে। তখন প্রতিবেশীরা ছুটে এসে ওই অবস্থা দেখে বিধান নগর উত্তর থানায় খবর দেয়। পুলিশ এসে ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল মৃতদেহের ময়না তদন্ত করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে বিধান নগর উত্তর থানার পুলিশ।

  First published: