অর্জুনের তিরে ছিল পরমাণু শক্তি। বিংশ শতাব্দী নয় রামায়ণে প্রথম উড়ন্তযানের ব্যবহার হয়েছিল। ইঞ্জিনিয়রিং ফেয়ারের মঞ্চে রাজ্যপাল জগদীপ ধনখড়ের এই মন্তব্য নিয়ে বিতর্ক চলছেই। পুরাণবিদ-সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি রাজ্যপালকে 'সর্বজ্ঞ' বলে কটাক্ষ করলেন।
তাঁর কথায় 'মহাভারতে পরমাণু অস্ত্রের মত শব্দের কোনও উল্লেখ নেই। ব্রহ্মাস্ত্র, পাশুপত অস্ত্রের কথা আছে। পৃথিবী ধ্বংস করা যেতে পারে এই অস্ত্রগুলোর মাধ্যমে তা বলা আছে। অর্জুন পাশুপত অস্ত্র লাভ করেছিলেন মহাদেবের থেকে আর ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন দ্রোণাচার্যের থেকে। কিন্তু তা মানুষের ওপর প্রয়োগ করতে বারণ করে ছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল যা বিচার করেছেন তার কোনও মানে নেই। মহাকবির কল্পনা এগুলো। তখনকার দিনে বিমান ছিল না, পরমাণু অস্ত্র ছিল না । আমাদের পৌরাণিক বিষয়ে অতিশয় বর্ণনার নিদর্শন আছে। যেমন দশরথ ১০ হাজার বছর বেঁচে ছিলেন, তার মানে সাধারণ মানুষের থেকে তার আয়ু বেশি ছিল, ১০ হাজার বছর বেঁচে ছিলেন এমন নয়। ব্রহ্মাস্ত্র এবং পাশুপত অস্ত্রের ক্ষমতা ছিল অন্যান্য অস্ত্রের থেকে বেশি। তেমন ভাবেই পুষ্পক রথকে বিমান হিসেবে ভেবে নেওয়ারও কোনও বৈজ্ঞানিক বা ইতিহাস গত যৌক্তিকতা নেই।'
'মহাকবির কল্পনার মধ্যে কিছু থাকে। দ্য ভিঞ্চি যেমন নিজের রং তুলিতে বিমানের কল্পনা করেছিলেন , বা এইচ জি ওয়েলস যখন দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন লিখছেন তখন কোনও মানুষ চাঁদে যায়নি । এগুলো রূপকল্প। ক্রান্তদর্শী কবিরাও বিমানের বা পরমাণু অস্ত্রের কল্পনা করেছেন, তার মানে এই নয় যে সেই সময় পরমাণু অস্ত্র ছিল বা বিমান উড়ান চালু ছিল।'
নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতে, রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যপাল হলেও তিনি তো ছিলেন বিজেপিরই অংশ তাই এই মন্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই।
তাঁর কথায় ' বিজেপি এখন নতুন রামায়ণ লিখছে। তাদের বর্ণনায় রামচন্দ্র কে মনে হয় একজন রাগী ব্যক্তি, সব সময় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। প্রভুভক্ত হনুমান ওদের কাছে তেল সিঁদুর মাখানো এক নতুন রূপ । নতুন করে বিজ্ঞান লিখছে, রামায়ণ লিখছে। ওরা প্রচার করতে চাইছে রামায়ণ ওদের, রামরাজ্যের যে ছবিটা আঁকছে সেটা হিন্দু রাষ্ট্রের, কিন্তু আসল ছবিটা জাস্টিসের। '
মহাভারতের সঞ্জয় নিয়ে মন্তব্যেও নৃসিংহ প্রসাদ ভাদুড়ির বক্তব্য 'উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাচ্ছেন রাজ্যপাল। সঞ্জয় এসব বলছেন না । তিনি বোধ হয় ভেবেছেন সঞ্জয় মহাভারতের কথক ঠাকুর। মহাভারতে অস্ত্রের কথা বলেছেন বৈশম্পায়ন। উনি আইনের কথা ভাবলে ভালো, আর যেটুকু ভাবছেন বা যা নিয়ে কথা বলছেন তা ল'ফুলের থেকে অনেক বেশি প্ল্যানফুল।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।