#কলকাতা: অরকুটে আলাপ। ধর্মতলায় প্রথম দেখা। লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা। তারপর হঠাৎ করে বিয়ে। এ ভাবে কোলে মার্কেটে মেস বাড়ি থেকে সাউথ সিটির ফার্নিশ ফ্ল্যাট। ঋদ্ধি-রোমির দশ বছরের ভালবাসা। ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি নয়। আনভিকে নিয়ে নতুন স্বপ্ন দেখা।
বাংলাদেশকে হারিয়ে সোমবার রাতেই কলকাতা ফেরা। আর মঙ্গলবার ভালবাসার দিনে রোমি-আনভিকে নিয়ে নতুন স্বপ্নে ভেসে থাকা। ভ্যালেন্টাইন্স ডে’টা এ ভাবেই কাটালেন ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।
এক দশক পরেও মনে পড়ে যায়, সেই দিনগুলির কথা। সেই পুরনো প্রেমের কথা। তাই সকাল থেকেই পরিবারকে নিয়ে ছুটির মেজাজে পাপালি। জলখাবার থেকে সিনেমা দেখা, এবং রাতের খাবার। এদিনটা সবই একটু অন্যরকম।
রিপোর্টার- ঈরণ রায় বর্মণ