• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বাইকে চেপে এসে তরুণীর মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

বাইকে চেপে এসে তরুণীর মাথায় গুলি, অবস্থা আশঙ্কাজনক

Photo : News

Photo : News

 • Share this:

  #সোনারপুর : কাজ থেকে বাড়ি ফিরছিলেন ৷ হঠাৎ পিছন থেকে বাইকের শব্দ ৷ বাইকটা ক্রমশই গায়ের কাছে এগিয়ে আসছিল ৷ বাইকটা যাতে পাশ দিয়ে চলে যেতে পারে, সেই জন্য একটু রাস্তার ধারটায় আরেকটু সরে গিয়েছিলেন পূজা মহাজন ৷ কিন্্তু তাঁর সঙ্গে এমনটা ঘটবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি ৷ বাইকে করে আসা দুষ্কৃতীরা মাথা তাক করে গুলি চালায় ওই তরুণীর ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ বাইকে করে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা ৷

  এমনই ভয়ানক ঘটনা ঘটেছে সোনারুপুরের গরখাড়া এলাকায় ৷ এই মুহূর্তে ওই তরুণীকে আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে, বাড়ির এক্কেবারে কাছেই ঘটে এই কাণ্ডটি ৷ তবে কে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ

  First published: