#কলকাতা: পর পর দুবার মেয়ে হওয়ায় মহিলাকে বেধড়ক মারধর। কাঠগড়ায় শ্বশুর, শাশুড়ি.এবং দেওর। তাঁদের রোষ থেকে বাদ যায়নি মহিলার বড় মেয়েও। ইটের ঘায়ে মাথা ফেটে যায় মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের। সোনারপুরের সুভাষগ্রামের ঘটনা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। পলাতক অভিযুক্তরা।
পরিবার চেয়েছিল ছেলে। কিন্তু পর পর দুবারই মেয়ে হয় । তাতেই রাগ বাড়ে শ্বশুরবাড়ির। বাড়ে অত্যাচারের মাত্রাও। শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমনকি মহিলাকে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ ওঠে দেওরের বিরুদ্ধে। সোমবার চরমে ওঠে অত্যাচার। বেধড়ক মারধর করা হয় মহিলাকে।
ছাড় পায়নি মহিলার মাধ্যমিক পরীক্ষার্থী বড় মেয়েও। ইটের আঘাতে মাথা ফেটে যায় তার। আক্রান্ত মহিলার অভিযোগ, এর আগেও বড় মেয়েকে বিষ খাইয়ে খুনের চেষ্টা হয়। সেই সময়ে পুলিশে অভিযোগ করতে চাইলে ক্ষমা চেয়ে নেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু তারপরও কমেনি অত্যাচার।
সোনারপুর খানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। পলাতক অভিযুক্তরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime Against Woman, Woman Tortured, Woman tortured for giving birth to girls