#বরাহনগর: এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল শহরের বুকে ৷ যেখানে গোটা দেশে নারী চেতনা, নারীদের সম্মানের জন্য নানাভাবে লড়ে যাচ্ছেন সব মহলের মানুষ ৷ সে সময় দাঁড়িয়ে এরকম ঘটনার কথা ভাবাই যায় না ৷ গোটা ঘটনার প্রত্যক্ষদর্শী ঠিক এমনটাই মনে করছেন ৷ কারণ, চোখের সামনে তিনি যা দেখেছেন, তা বিভৎস বললেও কম বলা হবে ৷
ঘটনাটি ঘটেছে বরাহনগরে ৷ সম্পত্তির বিবাদে এক মহিলাকে গায়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির ওপর ৷ গায়ে আগুন লাগার ঘটনার পরে গৃহবধূকে রবিবার হাসপাতালে ভর্তি করা হলে, বুধবার হাসপাতালেই মারা যান তিনি ৷
অভিযোগের তির মৃত গৃহবধূর জা সুস্মিতা দাস ও দেওর চন্দন দাসের ওপর ৷ তবে জা-কে পুলিশ গ্রেফতার করলেও, দেওর এখনও পলাতক৷
প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, গায়ে আগুন লাগার পরে বাঁচার চেষ্টায় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে দৌঁড়তে শুরু করেন মহিলা ৷ গোটা বিষয়টা চোখের সামনে দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়েছিলাম ৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Domestic violence, Fire, Kolkata, News, Women