#কলকাতা: স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন ৩০ বছরের এই যুবতী! ১০ বছর আগেই করে ফেলেছিলেন বিয়ে। সুখেই চলছিল সংসার। হঠাৎ তাঁর গোটা জীবনটাই বদলে গেল। তলপেটে ব্যথা। সেখান থেকেই ডাক্তারের কাছে যাওয়া। আর এখানেই বদলে গেল তাঁর জীবন। তিনি আসলে পুরুষ নন, মহিলা। অঙ্কলজিস্ট এও জানিয়েছেন ওই যুবতী টেস্টিকিউলার ক্যানসারে আক্রান্ত ! ঘটনাটি ঘটেছে কলকাতায়। যুবতীর ঘটনা সামনে আসার পরেই তাঁর থেকে দু'বছরের ছোট বোনের শরীরেও পরীক্ষা করে দেখা যায়, তাঁর বোনও আসলে পুরুষ। এই সমস্যাকে দাক্তারি ভাষায় বলা হয়, "এন্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম'। এই রোগ বিরল। শরীরে নারীর সব গুণ থাকা সত্ত্বেও জেনেটিকালি তিনি আসলে পুরুষ। ওই যুবতী বীরভূমের বাসিন্দা !
মাস দুয়েক আগে তাঁর পেট ব্যথা হয়। তখনই কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্যানসার হাসপাতালে ভর্তি হন ওই যুবতী। তাঁর চিকিৎসা করতে গিয়ে ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার অনুপম দত্ত ও সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার সৌমেন দাস এই বিষয়টি বুঝতে পারেন। সংবাদসংস্থা পিটিআইকে ডাক্তার অনুপম দত্ত জানিয়েছেন, “ওই যুবতীর শারীরিক গঠন, গলার স্বর, স্তন, বাইরের যৌনাঙ্গ, সব দিক থেকেই তিনি মহিলা। কিন্তু তাঁর জরায়ু ও ডিম্বাশয় নেই। এমনকি তাঁর কখনও ঋতুস্রাবও হয়নি।” এই ঘটনা ধরা পড়ার পরে আরও বিশদে পরীক্ষা করতে গিয়ে ডাক্তাররা দেখতে পান ওই যুবতীর শরীরের ভিতরে অণ্ডকোষ রয়েছে। সেখানেই ক্যানসার হয়েছে ওই যুবতীর। তার ফলেই পেটের ব্যথা হয়েছিল তাঁর। আপাতত যুবতী স্থিতিশীল। তাঁর কেমোথেরাপি চলছে। তাঁর স্বামী ও যুবতীর কাউন্সিলিংও করা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Netaji Subhas Chandra Bose Cancer Hospital, Treatment