corona virus btn
corona virus btn
Loading

বেহালায় ফ্ল্যাটের নীচে কাপড়ে মোড়া মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার

বেহালায় ফ্ল্যাটের নীচে কাপড়ে মোড়া মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
এই ফ্ল্যাটের নীচেই উদ্ধার হয় দেহ

রবিবার সাত সাতসকালে বেহালা বকুতলায় চাঞ্চল্য৷ স্থানীয় কয়েক জন দেখতে পান, বকুলতলায় একটি ফ্ল্যাটের নীচে কাপড়ে মুড়ে রাখা রয়েছে একটি রক্তাক্ত দেহ৷ তাঁরাই খবর দেন পুলিশে৷

  • Share this:

#বেহালা: ফ্ল্যাটের নীচে কাপড়ে মোড়া অবস্থায় রক্তাক্ত দেহ উদ্ধার হল এক মহিলার৷ ঘটনাটি ঘটেছে বেহালার বকুলতলায়৷ মেয়ে-জামাই খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ৷ নিহত মহিলার নাম শম্পা মণ্ডল৷

রবিবার সাত সাতসকালে বেহালা বকুতলায় চাঞ্চল্য৷ স্থানীয় কয়েক জন দেখতে পান, বকুলতলায় একটি ফ্ল্যাটের নীচে কাপড়ে মুড়ে রাখা রয়েছে একটি রক্তাক্ত দেহ৷ তাঁরাই খবর দেন পুলিশে৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেয়ে-জামাই মিলে খুন করে শম্পা মণ্ডলকে৷ কাপড়ে মুড়ে দেহ লোপাটের চেষ্টা করছিল৷ কিন্তু প্রতিবেশীদের চোখে পড়ে যায়৷ এরপরই দেহ ফেলে চম্পট দেয় মেয়ে ও জামাই৷ ঘটনাস্থলে খুনের তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ৷

আরও ভিডিও: নেতাজি নগরে বাড়িতে উদ্ধার প্রৌঢ় দম্পতির দেহ, দেখুন

First published: August 25, 2019, 10:29 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर