• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এক পলকে খুশি, সঙ্গী হল মনের উড়ান

এক পলকে খুশি, সঙ্গী হল মনের উড়ান

নামই যেন ভালোথাকার পাসওয়ার্ড ৷ নামই যেন খুশির খোঁজ ৷ আর তাই তো নামের সঙ্গে তাল মিলিয়ে কাজেও একই ছন্দ৷

নামই যেন ভালোথাকার পাসওয়ার্ড ৷ নামই যেন খুশির খোঁজ ৷ আর তাই তো নামের সঙ্গে তাল মিলিয়ে কাজেও একই ছন্দ৷

নামই যেন ভালোথাকার পাসওয়ার্ড ৷ নামই যেন খুশির খোঁজ ৷ আর তাই তো নামের সঙ্গে তাল মিলিয়ে কাজেও একই ছন্দ৷

 • Share this:

  #কলকাতা: নামই যেন ভালোথাকার পাসওয়ার্ড ৷ নামই যেন খুশির খোঁজ ৷ আর তাই তো নামের সঙ্গে তাল মিলিয়ে কাজেও একই ছন্দ৷ স্বেচ্ছাসেবী সংস্থা ‘দিল সে’ যেন বার বার এটাই প্রমাণ করে চলেছে৷ এবং এটাই তাদের মূল মন্ত্রও !

  সম্প্রতি ‘দিল সে’-র আয়োজনে হয়ে গেল ‘ফ্লাই হাই উইথ দিল সে’৷ এ এক এমন কার্নিভ্যাল, যেখানে মিলল ভালোথাকার, ভালোবাসার ও খুশির খোঁজ ৷ প্রায় ৫০০ জন দারিদ্র সীমানার নিচে থাকা শিশুদের নিয়ে এই কার্নিভ্যাল মেতে উঠেছিল নাচে, গানে, কবিতা, আড্ডা ও খেলায় ৷ শিশুদের কাছে এ যেন এক রঙিন পৃথিবী ৷ এই কার্নিভ্যাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷

  এই সংস্থার প্রতিষ্ঠাতা সঙ্গীতা ঠক্কর ও মঞ্চু পাচিসিয়া জানান, ‘আমাদের এই মনের উড়ানে বহু নামী-দামি ব্যক্তিত্ব অংশ নেন৷ আর এবারের কার্নিভ্যাল রাজ্যপাল জগদীপ ধনখড়কে পেয়ে আমরা খুবই খুশি ৷’

  Published by:Akash Misra
  First published: