#কলকাতা: জানলা খুলে দেনা। একসময় পুজোর গানেই এই লাইন সুপারহিট হয়েছিল কিশোর কুমারের গলায়। সেই জালনা এবার খুলে দিতে চাইছে বেহালার ২৯ পল্লী। তাদের পুজো এবার ১৭ বছরে।
শহরের অন্যতম ব্যস্ত রাস্তা তারাতলা রোড। সেখানে এখন যেন আরও ব্যস্ততা। চুপিসারে কাজ চলছে বেহালার ২৯ পল্লীতে। ১৬বছর আগে ঠিক এই জায়গাতেই শুরু হয়েছিল পুজো। পাঁচ বছর আগে থিমে রূপান্তর। ক্যালিডিস্কোপ করে চমকে দিয়েছিল দক্ষিণ কলকাতাকে।
হ্যাঁ সত্যিই ব্যস্ততার মধ্যেই কাজ চলছে। এই বছর মণ্ডপ সাজাচ্ছেন আর্ট কলেজে দুই পড়ুয়া দীপ দাস ও ঈশিকা চন্দ্র। তাঁদের ভাবনায় ২৯ পল্লীর থিম জানলা।
থিমে আধুনিক। কিন্তু দেবীর রূপ এই ক্লাবে এখনও সনাতনী। সৈকত বসুর হাতেই এবার মায়ের রূপ।
মনের জানালা খুলতে চায় বেহালার এই পুজো। ফিরিয়ে আনতে চায় জানলা দিয়ে দেখা আকাশকে। পারবে কী ? উত্তর দেবে পুজোর চারদিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।