#কলকাতা: আইএসএল মাতাচ্ছেন সনি নর্ডি। কিন্তু আই লিগে সনিকে কি মোহনবাগান জার্সিতে খেলতে দেখা যাবে ? এটিকে-মুম্বই ম্যাচের পর সনি কিন্তু ধোঁয়াশা বাড়িয়ে অস্বস্তিতে রাখলেন বাগান কর্তাদের।
কি করবেন সনি নর্ডি ? আইএসএলের পর তিনি কি মোহনবাগানের জালেই ধরা দেবেন, নাকি সনিকে পেতে মরিয়া হয়ে থাকা বেঙ্গালুরু এফসিতে সুনীল ছেত্রীর সঙ্গে জুড়ি বাধবেন? এদিকে শোনা যাচ্ছে ইউরোপের ক্লাবের প্রস্তাবও রয়েছে তাঁর কাছে। সবমিলিয়ে হাইতির তারকা ফুটবলারকে নিয়ে এখনও নিশ্চিত হওয়ার জায়গায় নেই মোহনবাগান। এটিকে ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন সনি। ম্যাচের পর কিন্তু নিজেই ধোঁয়াশা বাড়িয়ে রাখলেন।
গত মরসুমে অনেক কাঠখড় পুড়িয়ে সনিকে শেষপর্যন্ত সই করিয়েছিলেন মোহনবাগান কর্তারা। এবারও ভারতের কোপা আমেরিকা খেলে আসা ভারতের অন্যতম সেরা বিদেশিকে নিয়ে যে অনেক নাটক অপেক্ষা করে আছে তাতে সন্দেহ নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISL 2016, Kolkata Football, Mohun Bagan, Sony Norde, মোহনবাগান, সনি নর্ডি