#কলকাতা: ১৪ এপ্রিল লকডাউন উঠবে কিনা, তা নিয়ে চলছে বিশ্লেষণ৷ তবে মোটের ওপর রাজ্যগুলি লম্বা লকডাউনের প্রস্তুতি নিচ্ছে৷ একইভাবে এগোচ্ছে বাংলার সরকার৷ লম্বা লকডাউনের প্রস্তুতি রাজ্যের বণিকসভা-শিল্পগোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক৷ পর্যটন শিল্পের প্রতিনিধিরাও থাকবেন এই বৈঠকে৷
লকডাউনের মেয়াদ বাড়লে কী ব্যবস্থা হবে? শিল্পপতিদের মতামত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মানুষের ভোগান্তি কমানোই লক্ষ্য রাজ্যের৷ লকডাউন বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রী৷ বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা লকডাউন বাড়ানোর পক্ষে সাওয়াল করেছেন অনেকেই৷ সর্বদল বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মোদি৷
একইভাবে অর্থনীতি বাঁচাতে বণিকসভা ASSOCHAM কিছু নিদান দিয়েছে৷ এই মর্মে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন অ্যাসোচেম সভাপতির৷ অর্থনীতি বাঁচাতে বাড়াতে হবে সরকারি খরচ এমনই জানিয়েছেন তিনি৷ অর্থনীতি বাঁচাতে দরকার ২০০ বিলিয়ন ডলার৷ এই টাকা খরচ করতে হবে সরকারকেই৷ ৩মাসের জন্য জিএসটি হার ৫০% কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে৷ বাকি ৯মাসের জন্য জিএসটি হার ২৫% করার প্রস্তাব দিয়েছেন বণিকসভা ASSOCHAM-এর সভাপতি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।