#কলকাতা: রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বিজেপি-তে যোগদানের মধ্যেই উলাটপুরাণ৷ তৃণমূলে যোগ দিচ্ছেন বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ৷ কলকাতায় এসে তৃণমূল ভবনে শাসক দলে যোগ দেন তিনি৷ তৃণমূল সাংসদ সৌগত রায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তিনি৷ এই মুহূর্তে রাজ্যে বিজেপি-র যুব মোর্চার সভাপতিও সৌমিত্র৷
শুভেন্দু অধিকারী সহ একঝাঁক তৃণমূল বিধায়ক বিজেপি-তে যোগদানের আটচল্লিশ ঘণ্টার মধ্যেই যা গেরুয়া শিবিরে বেশ বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে৷
কিন্তু হঠাৎ কেন এই দলবদল? সুজাতা জবাবে বলেন, 'নিঃশ্বাস নিতে চাই, সম্মান পেতে চাই৷ যোগ্য দলে যোগ্য নেত্রী হয়ে কাজ করতে চাই আমার প্রিয় দিদির সঙ্গে এবং প্রিয় দাদার সঙ্গে৷'
২০১৯ লোকসভা নির্বাচনে সৌমিত্রের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সুজাতা৷ আইনি জটিলতায় বিষ্ণপুরের বাইরে ছিলেন সৌমিত্র৷ কার্যত একা হাতে স্বামীর হয়ে প্রচার করে তাঁকে জিততে সাহায্য করেন সুজাতা৷ প্রসঙ্গত, বিজেপি-তে যোগদানের আগে তৃণমূলেরই সাংসদ ছিলেন সুজাতার স্বামী সৌমিত্র৷
তৃণমূলে যোগদানের পরে সুজাতা বার বার অভিযোগ করেছেন, বিজেপি-তে তিনি যোগ্য সম্মান, মর্যাদা পাননি৷ একজন মহিলা হিসেবে তাঁর বিজেপি-তে থাকা সম্মানের এবং সুরক্ষার মনে করেননি বলেই দাবি সুজাতার৷
তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দু অধিকারীকে সুযোগ সন্ধানী বলেও অভিযোগ করেছেন সুজাতা৷ তিনি অভিযোগ করেন, তৃণমূলের থেকে সব সুবিধে নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ধরে নিয়েই দল বদল করেছেন শুভেন্দু ্অধিকারী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Saumitra Khan